মৌলভীবাজার জেলা প্রতিনিধি।।
মৌলভীবাজার শহরে জুয়া, মদ, গাঁজা, নারী ও শিশু নির্যাতন করে ফেইসবুকে ভাইরাল করার প্রতিবাদে ও দোষিদের শাস্তির দাবিতে মানব বন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে সম্মেলিত নাগরিক সমাজ মৌলভীবাজার।
আজ ৩য় সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১১ টায় মৌলভীবাজার শহরের চৌমুহনা চত্বরে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশে অনুষ্টিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন মোয়াজ্জেম হোসেন মাতুক
১০নং নাজিরাবাদ ইউপির সাবেক চেয়ারম্যান ও সভাপতি সচেতন নাগরিক সমাজ, মৌলভীবাজার জেলা যৌন হয়রানী নিমূল কমিটির সভাপতি রাশেদা বেগম, এম মুহিবুর রহমান মুহিব চেয়ারম্যান শেখ বুরহান উদ্দিন(রহ:) ইসলামী সোসাইটি, খালেদ চৌধুরী সভাপতি সম্মেলিত সামাজিক উন্নয়ন পরিষদ, আলীম উদ্দিন আলীম সাধারণ সম্পাদক, সাহাব উদ্দিন আহমদ কুদরত উল্লাহ্ ফাউন্ডেশন, সাইফুল ইসলাম সরকার সেচ্ছাসেবী সংগঠন তাকরীম ফিউনারেল ফাউন্ডেশন,ইমন আহমদ সাইক্লিং কমিটি ইহাম মুজাহিদ সভাপতি স্পন্দন মৌলভীবাজার প্রমুখ।
মানববন্ধন শেষে মৌলভীবাজার জেলা প্রশাসক বরাবর স্বারক লিপি প্রদান করা হয়।
Leave a Reply