ডেস্ক নিউজ।। ছবি সংগ্রহ
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের বাসার দোতালার বাথরুম ভেঙ্গে ঘরে ভিতরে ঢুকে মুখোশধারী দুর্বৃত্তরা তাহার ওপর হামলা করেছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
আজ ৩লা সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার সকালে এই সব তথ্য দেন প্রতিমন্ত্রী। এই সময় তিনি আরও বলেন যে, হামলাকারীদের ধরতে পুলিশের চৌকস দল কাজ করছে।
প্রতিমন্ত্রী আরও বলেন যে, কি উদ্দেশ্যে এই ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।
তবে জানা যায় যে, গতকাল বুধবার দিবাগত রাত ৩টার দিকে তার সরকারি বাসভবনের দোতালায় বাথরুম ভেঙ্গে দুই জন দুর্বৃত্ত তার ঘরে প্রবেশ করে থাকে হাতুড়ি দিয়ে জখম করে পালিয়ে যায় তারা।
এই সময় ওয়াহিদার সন্তান ও পিতা আহত হন। ওয়াহিদা খানমের স্বামী নিজেও রংপুর পীরগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা।
তারপরই আশঙ্কাজনক অবস্থায় ইউএনওকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়।
তবে স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করে ধারণা করছে যে, হামলার ঘটনাটি পরিকল্পিত। সিসিটিভির ফুটেজ দেখে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
Leave a Reply