শামীম আহমেদ তালুকদার, স্টাফ রিপোর্টার।।
ধর্মপাশা উপজেলা হতে সুনামগঞ্জ গমনকালে আকষ্মিক জামালগঞ্জ উপজেলাধীন জামালগঞ্জ হাফিজিয়া নূরানিয়া মাদ্রাসা ও এতিমখানা পরিদর্শন করেন জনাব মোহাম্মদ আব্দুল আহাদ, জেলা প্রশাসক, সুনামগঞ্জ। মাদ্রাসাটি পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), সুনামগঞ্জ জনাব মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী, জেলা প্রশাসকের কার্যালয়, সুনামগঞ্জ এর সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আব্দুল মান্নান, সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আরিফুল ইসলাম এবং সহকারী কমিশনার (ভূমি), জামালগঞ্জ জনাব মোঃ রেদুয়ানুল হালিম, জামালগঞ্জ হাফিজিয়া নূরানিয়া মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষক হাফিজ মোঃ দ্বীন ইসলাম এবং হাফিজ মোঃ নূর উদ্দিন ও হিফজ বিভাগের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। হাফিজ জনাব মোঃ নূর উদ্দিন জানান যে, মাদ্রাসাটি প্রায় ৪০ বছর পূর্বে স্থাপন করা হয়। মাদ্রাসার নূরানী বিভাগ, হিফজ বিভাগসহ বাংলা, উর্দুভাষা শিক্ষা, আরবি শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং এর শিক্ষার্থীরা হিফজ বোর্ডের অধীন পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতিত্ত্বের স্বাক্ষর রাখছেন। বর্তমানে হিফজ বিভাগে ২৪ জন ছাত্র অধ্যয়নরত আছেন। জেলা প্রশাসক মাদ্রাসাটি পরিদর্শনকালে মাদ্রাসার বিভিন্ন শিক্ষা কার্যক্রম, শিক্ষক ও শিক্ষার্থীদের আবাসন ও অন্যান্য কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ের খোঁজ খবর নেন। তিনি কওমী মাদ্রাসার জন্য মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত বিভিন্ন সুযোগ-সুবিধার প্রদানের আশ্বাস প্রদান করেন। তাছাড়া তিনি মাদ্রাসায় বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার স্থাপন এবং লাইব্রেরীর জন্য প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন।
Leave a Reply