শামীম আহমেদ তালুকদার, স্টাফ রিপোর্টার।জেলা প্রশাসন, সুনামগঞ্জের আয়োজনে সার্কিট হাউজের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার, ইউপি চেয়ারম্যান ও ইউপি সচিবদের সাথে এলজিএসপি-৩ এর ২০১৯-২০২০ অর্থবছরের স্কীম পর্যালোচনা ও বাস্তবায়ন সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক, সুনামগঞ্জ জনাব মোহাম্মদ আব্দুল আহাদ। এসময় উপস্থিত ছিলেন উপপরিচালক, স্থানীয় সরকার (ভারপ্রাপ্ত) ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোহাম্মদ শরীফুল ইসলাম; অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ সুহেল মাহমুদ; অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব মো: জসীম উদ্দিন; দিরাই উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব মো: সফি উল্লাহ; শাল্লা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব মো: আল-মুক্তাদির হোসেন; দোয়ারাবাজার উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব সোনিয়া সুলতানা; জামালগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব বিশ্বজিত দেব; ধর্মপাশা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব মো: মুনতাসির হাসানসহ শাল্লা, দিরাই, ধর্মপাশা, দোয়ারাবাজার, তাহিরপুর ও জামালগঞ্জ উপজেলার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউপি সচিব বিভিন্ন মিডিয়ার সাংবাদিক।
Leave a Reply