কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি।।
আজ ৩রা নভেম্বর মঙ্গলবার সকাল ৯টায় গোপন সংবাদ ভিত্তিতে নীলফামারী মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক খবিব উদ্দিনের নেতৃত্বে উপপরিদর্শক জায়েদ আল জাফরি, আজহারুল, এএসআই মাছুম রেজা, ওয়ারলেস অপারেটর খোকন মিয়া, সিপাহী আজমল হোসেন ও কিশোরগঞ্জ থানা পুলিশের একটি দল কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া ইউনিয়নের সবুজ পাড়া গ্রামে আমিনুর রহমানের ছেলে মাদক ব্যবসায়ী আনিছুল হকের বাড়ি তল্লাশি চালিয়ে চার(৪) হাজার পিছ ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করে থানায় সোপার্দ করে।
এ বিষয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর, নীলফামারী উপপরিচালক শিল্পি রানী মিস্ত্রি সাথে মুঠো-ফোনে কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আউয়াল জানান, চার(৪) হাজার পিছ ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে। এ ব্যাপরে থানায় মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে।
Leave a Reply