কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃঃ
কমলগঞ্জে নারীর প্রাথমিক স্বাস্থ্য সুরক্ষা এবং কর্মসংস্থান সৃষ্টি বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান (১১ই নভেম্বর) বুধবার সকাল ১১ টায় কমলগঞ্জ পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
রিহ্যাব বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিপিডিএ চিকিৎসক কামরজ্জামান সিমু। চিকিৎসক আব্দুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক, গেষ্ট অব অনার ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ।
অনুষ্ঠানের উদ্বোধন করেন রিহ্যাব বাংলাদেশ এর ম্যানেজিং ডিরেক্টর মাসুদ কামাল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, শ্রীমঙ্গল উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহেদা আকতার, কমলগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মধুছন্দা দাস।
জেএস এন্টারপ্রাইজ সিলেট বিভাগীয় পরিবেশক রিহ্যাল বাংলাদেশের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি বিশ্বজিৎ রায়, সাংবাদিক শাহীন আহমেদ,জাতীয় সাংবাদিক সংস্থা কমলগঞ্জ উপজেলা ইউনিটের সদস্য সচিব রাজু দত্ত, চিকিৎসক বাবলী রানী নাথ প্রমুখ।
অনুষ্ঠানে বিপিডিএ চিকিৎসক বৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply