1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
মৌলভীবাজার জেলা প্রশাসন চালু করেছে জেলা ট্রাফিক পুলিশের শরীরে বডি ওর্ন ক্যামেরা সেবা - আলোরদেশ২৪

মৌলভীবাজার জেলা প্রশাসন চালু করেছে জেলা ট্রাফিক পুলিশের শরীরে বডি ওর্ন ক্যামেরা সেবা

  • প্রকাশিত : বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০
  • ৮১৬ বার দেখা হয়েছে

ই.আর.রাজু মৌলভীবাজার জেলা প্রতিনিধি।।

মৌলভীবাজার জেলায় ট্রাফিক পুলিশের শরীরে বডি-ওর্ন-ক্যামেরা সেবা চালু করেছে মৌলভীবাজার জেলা পুলিশ প্রশাসন। এই গোপন ক্যামেরা থাকবে পুলিশের শরীরে। পুলিশের সকল কার্যক্রম রেকর্ড হবে এই ক্যামেরায়। অনিয়ম বা অসংগতি হলে তা এই ক্যামেরায় ধরা পড়বে।
আজ বুধবার (২৩ ডিসেম্বর) মৌলভীবাজার চৌমোহনা পয়েন্টে এ কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার ফারুক আহমেদ। এর নাম দেওয়া হয়েছে ‘গোপন চোখ’।
এ সময় উপস্থিত ছিলেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াছিনুল হক প্রমুখ।
জানা গেছে, প্রাথমিক পর্যায়ে মৌলভীবাজার জেলায় ট্রাফিক পুলিশকে ১০টি বডি-ওর্ন-ক্যামেরা এবং ৫টি ক্যামেরা সম্বলিত চশমা প্রদান করা হয়। এর ফলে সড়ক নিরাপত্তা জোরদার এবং দুর্নীতি কমবে বলে জানান পুলিশ সুপার।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed