মহিউদ্দিন খাঁন কমলগঞ্জ প্রতিনিধি।।
কমলগঞ্জ উপজেলা শ্রমিকলীগের সাবেক সভাপতি, আদমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এম, এ, সবুরের ১৮তম মৃত্যুবার্ষিকী ২৭ই ডিসেম্বর রোববার। এ উপলক্ষে তাঁর গ্রামের বাড়ী আদমপুর ইউনিয়নের উত্তরভাগে মিলাদ মাহফিল ও কাঙালীভোজের আয়োজন করা হয়েছে। এছাড়া এম, এ, সবুর পাঠাগারের উদ্যোগে বিভিন্ন কর্মসুচীর আয়োজন করা হয়েছে।
তিনি সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি, আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজ, তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চবিদ্যালয়, উসমান আলী ইসলামিয়া দাখিল মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। তিনি কমলগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি, লেখক, সাংবাদিক ও সংস্কৃতিকর্মী শাব্বির এলাহীর পিতা।