1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
বীর মুক্তিযোদ্ধা নরেন্দ্র রায় কে রাষ্ট্রীয় মর্যদায় দাহন - আলোরদেশ২৪

বীর মুক্তিযোদ্ধা নরেন্দ্র রায় কে রাষ্ট্রীয় মর্যদায় দাহন

  • প্রকাশিত : সোমবার, ১১ জানুয়ারী, ২০২১
  • ৮০৮ বার দেখা হয়েছে

রবিউল ইসলাম বাবু
দিনাজপুর জেলা প্রতিনিধি।।

দিনাজপুরের খানসামা উপজেলার ভাবকী ইউনিয়ন এর বীর মুক্তিযোদ্ধা নরেন্দ্র রায় মৃত বরণ করেছেন,সন্ধ্যা ৬-১০ মিনিটে,তাং- ১০-০১-২০২১ ইং রোজ রবিবার।

বীর মুক্তিযোদ্ধা নরেন্দ্র রায়ের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাহন করা হয়।আজ সকাল ১০ ঘটিকায় তাহার নিজ বাড়িতে তাহাকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করেন।খানসামা উপজেলা নির্বাহী অফিসার, জনাব,আহমেদ মাহবুবউল ইসলাম, খানসামা থানার নির্বাহী কর্মকর্তা, জনাব, শেখ কামাল সহ থানার অন্যান্য কর্মকর্তা গণ,খানসামা উপজেলার বীর মুক্তিযোদ্ধা কমান্ডার ও অন্যান্য বীর মুক্তিযোদ্ধা গন, ৫ নং ভাবকী ইউনিয়ন এর চেয়ারম্যান জনাব শফিকুল ইসলাম, ৫নং ভাবকী ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতি জনাব, আঃ সামাদ সহ ওয়ার্ড আওয়ামীলীগ এর নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।

রাষ্ট্রীয় মর্যাদা অর্পণের পর তাহার মরদেহ দাহনের উদ্দেশ্যে পারিবারিক শ্মশানে নিয়ে যান এবং সমস্ত নিয়ম কানুন মেনে তাহার দাহন কার্য শেষ করেন।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed