কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি।।
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের চতিয়া গ্রামের শহিদ মিয়ার বাড়ি আগুনে পুড়ে গেছে।
খবর পেয়ে দ্রুত কমলগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আসে। কিন্তু ঘটনাস্থলে পৌঁছতে পারেনি ওই এলাকার উঁচু কালভার্টের কারণে। এলাকাবাসীর প্রচেষ্টায় ১ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আজ মঙ্গলবার ২৩শে ফেব্রুয়ারি বিকাল ৩ টার দিকে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় ৪ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবার সূত্রে জানা যায়, ওই বাড়ির বসত ঘরে ওই সময়ে বিদ্যুৎ শট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়ে মুহূর্ত্বের মাঝে পুরো ঘরে ছড়িয়ে পড়ে। ১ঘন্টার মধ্যে পুরো ঘর ভুস্মিভ’ত হয়ে যায়।
এতে আলমারি, খাট – পালং, স্বর্ণালঙ্কার, ডেসিং টেবিল, প্রায় ৩০ থেকে ৪০ হাজার টাকার ১ টি গবাদি পশু, নগদ ১০ হাজার টাকা ও বিভিন্ন বই ও কিতাব, প্রয়োজনীয় জায়গা জমির কাগজ – পত্র সহ ঘরে যাবতীয় সব পুড়ে ছাঁই হয়ে যায়।