কমলগঞ্জ মৌলভীবাজার প্রতিনিধি।। মৌলভীবাজারের কমলগঞ্জ প্রেসক্লাব ভবন নির্মাণে আর্থিক অনুদান প্রদান করেছেন বিশিষ্ট সমাজসেবক,শিক্ষানুরাগী ও বাংলাদেশ কেন্দ্রীয় মণিপুরী সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক কমলা বাবু সিংহ।
আজ বৃহস্পতিবার (১১ই মার্চ) বিকাল ৫টায় কমলগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে প্রেস ক্লাবের সহ-সভাপতি প্রণীত রঞ্জন দেবনাথের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠানে কমলা বাবু সিংহ ৫০ হাজার টাকা অনুদান প্রদান করেন।এসময় প্রেসক্লাবের পক্ষ থেকে কমলা বাবু সিংহকে ক্রেস্ট প্রদান করা হয় এবং প্রেসক্লাবের আজীবন সদস্য করা হয়।
উল্লেখ্য প্রায় অর্ধকোটি টাকা ব্যায়ে গতবছর নিজস্ব জমিতে প্রেসক্লাব ভবন নির্মাণ কাজের শুরু হয়েছে। ইতোমধ্যে স্থানীয় সংসদ সদস্য ড.আব্দুস শহীদ সহ দেশ-বিদেশে কর্মরত বিভিন্ন শুভাকাঙ্খী ও সরকারি বেসরকারি সহযোগিতায় প্রেসক্লাব নির্মাণ কাজ এগিয়ে যাচ্ছে। অনুদান হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কমলগঞ্জ প্রেস ক্লাবের সহ সভাপতি শাব্বির এলাহী, সদস্য পিন্টু দেবনাথ, আসহাবুর ইসলাম শাওন, নির্মল এস পলাশপ্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক আহমেদুজ্জামান আলম,সৌমেন্দ্র সিংহ,এবাদুল হক,সালাহউদ্দিন শুভ,হৃদয় ইসলাম।