এম. মহিউদ্দীন খাঁন স্টাফ রিপোর্ট।। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় “শমশেরনগর হাসপাতাল”এর নামে পূবালী ব্যাংক শমশেরনগর শাখায় একটি চলতি হিসাব নম্বর খোলা হয়েছে। তিন সদস্য বিশিষ্ট যৌথ স্বাক্ষরের এই হিসাব নম্বরটি পরিচালনা করবেন প্রধান সমন্বয়ক ও আহবায়ক কন্ঠ শিল্পী সেলিম চৌধুরী, যুগ্ম আহবায়ক প্রথম আলো পত্রিকার প্রতিনিধি মুজিবুর রহমার রঞ্জু, সদস্য সচিব শামছুল হক মিন্টু।
উল্লেখ্য যে,শমশেরনগর হাসপাতালের ব্যাংকিং লেনদনের জন্য এই একাউন্ট নম্বরের মাধ্যমে শমশেরনগর হাসপাতাল প্রতিষ্ঠা সংক্রান্ত যাবতীয় লেনদেন সম্পন্ন করা হবে। বিশেষকরে বিদেশ হতে আগ্রহী দানবীর ব্যক্তিবর্গের আর্থিক অনুদান প্রদান করতে চাইলে অবশ্যই সংশ্লীষ্ট ব্যক্তিদের সাথে যোগাযোগ ও আলোচনা স্বাপেক্ষে জমা দেয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। এবং জমাকৃত টাকার জমা রসিদ সংগ্রহ করার অনুরোধ করেন।