1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
কমলগঞ্জে কন্যা সন্তানদের নিয়ে বাড়ি ঘর ছাড়া এক নারী - আলোরদেশ২৪
সংবাদ শিরোনাম :
লোহাগড়ায় স্বেচ্ছাসেবক লীগের কার্যলয় উদ্বোধন দোয়ারাবাজারে দলীয় নেতাকর্মীদের সাথে জাপা প্রার্থী নাজমুল হুদার মতবিনিময় সহস্র নেতাকর্মী নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ মৌলভীবাজারে ৪টি সংসদীয় আসনে ৩২ জনে মনোনয়নপত্র দাখিল সুনামগঞ্জে ৫টি সংসদীয় আসনে ২১ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করলেন কমলগঞ্জে মাকে ডাঃ দেখিয়ে বাড়ি ফেরা হলো না পাকিস্তানে নাচের ভিডিও ভাইরাল হওয়াতে মেয়েকে হত্যা করল মৌলভীবাজার-৪ নৌকার মাঝি উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহিদ কে বরণ করল নেতাকর্মীরা রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে ১৮১তম মহারাস উৎসব শুরু ৭ম বারের মতো নৌকার মাঝি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহিদ

কমলগঞ্জে কন্যা সন্তানদের নিয়ে বাড়ি ঘর ছাড়া এক নারী

  • প্রকাশিত : সোমবার, ১৫ মার্চ, ২০২১
  • ৮৬১ বার দেখা হয়েছে

কমলগঞ্জ মৌলভীবাজার প্রতিনিধিঃ

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার আলিনগর ইউনিয়নের কামুদপুর এলাকায় দীর্ঘদিন যাবত বখাটের উৎপাত সন্ত্রাসী কর্মকান্ডে কন্যা সন্তানদের নিয়ে বাড়ি ঘর ছাড়া এক নারী। ভুক্তভোগী মােছাঃ মমতা বেগম (৩৫) স্বামী-মােঃ আতাউর রহমান, সাং-কামুদপুর, ০৬নং আলীনগর ইউ/পি, থানা-কমলগঞ্জ, জেলা-মৌলভীবাজার ৪ জনের নাম উল্লেখ করে কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। মামলার আসামী করা হয়, মােঃ আকবর মিয়া (৫০) পিতা-মৃত আলই মিয়া, সাং-কানাইদেশী, মােঃ লিমন মিয়া (২৩) পিতা-আরব উল্লা, মােঃ তাহির মিয়া (৬০) পিতা-মৃত শেখ কনর , উভয়সাং-কামদপুর, মােছাঃ হনুফা বেগম (৩৫) স্বামী-আকবর মিয়া, সাং-কানাইদেশী, এ/পি সাং-কামদপুর, ০৬নং আলীনগর ইউপি,থানা-কমলগঞ্জ ,জেলা-মৌলভীবাজার। মমতা বেগমের থানার অভিযোগে উল্লেখ করেন, বিবাদীগনের সহিত পূর্ব হইতে পারিবারিক বিভিন্ন বিষয়াদি নিয়া বিরােধ সহ মনমালিন্যতা চলিয়া আসিতেছে। এরেই জের ধরিয়া গত ১২/০২/২০২১খ্রিঃ তারিখ দুপুর অনুমান ০২.০০ ঘটিকার সময় বিবাদীগন মমতা বেগমের বসতঘরের উঠানে আসিয়া তাকে এবং পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালিগালাজ করিতে
থাকে। গালিগালাজ করিতে বাধা নিষেধ প্রদান করিলে বিবাদীগন তাকে এলােপাথারীভাবে মারপিট করিয়া শরীরের বিভিন্নস্থানে নীলাফুলা জখম করে। মারপিটের একপর্যায়ে বিবাদীগন বসতঘরের টিনের ভেড়ায় কোরাল দিয়া কোপাইয়া ক্ষতিসাধন করে এবং ইট ও পাথর দিয়া
বসতঘরের টিনে ঢিল মারে। তাদের হাল্লা চিৎকারে আশপাশ হইতে লােকজন আগাইয়া আসিয়া বিবাদীগনের কবল হইতে তাদের প্রানে রক্ষা করেন। বিবাদীগন উপস্তিত লোকজনের সম্মুখে হুমকি প্রদর্শন করে যে, যদি উক্ত বিষয়াদি নিয়া কোন ধরনের বাড়াবাড়ি করি তাহলে প্রানে হত্যা করিবে। পরবর্তীতে তিনি স্থানীয় চিকিৎসক দ্বারা চিকিৎসা গ্রহন করেন। এসংবাদ পরিবেশন পর্যন্ত মমতা বেগম কন্যা সন্তানদের নিয়ে বাড়ি ঘর ছাড়া অন্যত্র ভাড়া বাসায় বসবাস করছেন বলে জানান তিনি।

এব্যাপারে কমলগঞ্জ থানার এস আই বাবু মহাদেব জানান, লিখিত অভিযোগ হয়েছে আমরা তদন্ত করতেছি।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed