ই.আ.রাজু মৌলভীবাজার জেলা প্রতিনিধি।।
আজ ১লা এপ্রিল ২০২১ তারিখ দুপুর ১২:০০ টায় জেলা প্রশাসক মৌলভীবাজার এর সম্মেলন কক্ষে ভাইরাস সংক্রমণের বিদ্যমান পরিস্থিতিতে সরকারি সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের লক্ষ্যে পরিবহন সমিতি, ব্যবসায়ী সংগঠনের মালিক সমিতির প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
জনাব মীর নাহিদ আহসান জেলা প্রশাসক, মৌলভীবাজার এর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ জাকারিয়া, পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মামুনুর রশীদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব তানিয়া সুলতানা, ডা. চৌধুরী জালাল উদ্দিন মোরশেদ, সিভিল সার্জন, মৌলভীবাজার পৌরসভার মেয়র জনাব মো: ফজলুর রহমানসহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সদস্যবৃন্দ এবং জেলার বিভিন্নপরিবহন সমিতি, ব্যবসায়ী সংগঠনের মালিক সমিতির প্রতিনিধিবৃন্দ।