1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
ইলিশে দাম ঊর্ধ্বমুখী - আলোরদেশ২৪
সংবাদ শিরোনাম :
লোহাগড়ায় স্বেচ্ছাসেবক লীগের কার্যলয় উদ্বোধন দোয়ারাবাজারে দলীয় নেতাকর্মীদের সাথে জাপা প্রার্থী নাজমুল হুদার মতবিনিময় সহস্র নেতাকর্মী নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ মৌলভীবাজারে ৪টি সংসদীয় আসনে ৩২ জনে মনোনয়নপত্র দাখিল সুনামগঞ্জে ৫টি সংসদীয় আসনে ২১ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করলেন কমলগঞ্জে মাকে ডাঃ দেখিয়ে বাড়ি ফেরা হলো না পাকিস্তানে নাচের ভিডিও ভাইরাল হওয়াতে মেয়েকে হত্যা করল মৌলভীবাজার-৪ নৌকার মাঝি উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহিদ কে বরণ করল নেতাকর্মীরা রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে ১৮১তম মহারাস উৎসব শুরু ৭ম বারের মতো নৌকার মাঝি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহিদ

ইলিশে দাম ঊর্ধ্বমুখী

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১
  • ২৯৮ বার দেখা হয়েছে

ডেস্ক নিউজ।।

দেশে এই ভরা পূর্ণিমায় চাঁদপুর মাছঘাট ইলিশের ভরপুর। গত ২/৩ দিন দরে চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে প্রচুর ইলিশের আমদানি হয়েছে। সকাল থেকে দুপুর পর্যন্ত চাঁদপুর মাছঘাটে সড়ক ও নৌপথে প্রায় ৬ হাজার মণ ইলিশ এসেছে। চাঁদপুর পদ্মা ও মেঘনার এক থেকে দেড় কেজি ওজনের ইলিশ বেচাকেনা চলছে (৪৫ /৫০) হাজার টাকা মণ দরে।

তবে ইলিশের দাম শুরুতে কিছুটা কম থাকলেও এখন কিন্তু ইলিশের পাইকারি বাজার বেশ ঊর্ধ্বমুখী। এ মৌসুমে ইলিশের দাম আর কমার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন চাঁদপুর পাইকারি বাজারে ব্যবসায়ীরা। মূলত দুই (২) কারণে ইলিশের দাম একটু বেশির দিকে রয়েছে বলে জানিয়েছেন তারা।
চাঁদপুর শহরের বড় স্টেশন মাছঘাটে বেশ কয়েকজন ব্যবসায়ী ও আড়তদার বলেন যে, এই মৌসুমে দীর্ঘ দুই মাস পর গত মঙ্গলবার থেকে দেশের সর্ববৃহৎ ইলিশের পাইকারি বাজার চাঁদপুর মাছঘাটে হাজার হাজার মণ ইলিশ বিক্রির জন্য

জেলেরা নিয়ে আসতে শুরু করেছেন।
এরই মধ্যে এক থেকে দেড় কেজি ওজনের স্থানীয় চাঁদপুরের পদ্মা ও আন্তরিক মেঘনার ইলিশ বেচাকেনা চলছে (৪৫/ ৫০) হাজার টাকা মণ দরে।

তবে এর চেয়ে ছোট আকারের (৭০০/ ৯০০) গ্রাম ওজনের ইলিশ বেচাকেনা চলছে (৩৫ / ৪০)

হাজার টাকা মণ দরে। তবে (৪/৫)হাজার টাকা কমে বেচাকেনা হচ্ছে  সাগর মোহনা অঞ্চলের মাছ (স্থানীয় ভাষায় নামার ইলিশ) বলে।
আড়তদার ও পাইকারেরা বলেন যে, গতকাল এসব মাছ আরও অনেক কমে কেনাবেচা হয়। এ খবর পেয়ে সারা দেশ থেকে ইলিশ ক্রেতারা এসে ভিড় করছেন এই ঘাটে। তবে এখন আর কম দামে ইলিশ বিক্রি হচ্ছে না।

তবে মৎস্য ব্যবসায়ীর সাথে আলাপকালে জানা যায় যে, বড় বড় ট্রলারে করে ভোলার দৌলতখান, নোয়াখালীর হাতিয়া অঞ্চল থেকে এবং সড়কপথে ট্রাকে করে শত শত মণ ইলিশ চাঁদপুর মাছঘাটে এনে বিক্রি করছেন জেলেরা। এর ফলে এই মাছঘাটে মাছ রাখার জায়গা এমনকি হাঁটার জায়গাও মিলছে না। সারা দিন পুরো বাজার মাছ আর মানুষে সরগরম ছিল। একাধিক মৎস্য ব্যবসায়ী বলেন যে, এ মৌসুমে আজকেই সবচেয়ে বেশি ইলিশ এসেছে, যেটা সবাই নামার ইলিশ হিসেবে চেনেন। তবে চাঁদপুরের পদ্মা-মেঘনা ইলিশ তেমন একটা আসেনি।
মাছঘাটের ব্যবসায়ী ও মৎস্য বণিক সমিতির সভাপতি মোঃ আবদুল বারি মানিক জমাদারসহ বেশ কয়েকজন ইলিশ ব্যবসায়ী বলেন যে, ভরা পূর্ণিমা ঘিরে ইলিশ আসা শুরু করলেও বৈরী আবহাওয়ার কারণে জেলেরা নদী থেকে উঠে আসছেন।

এ জন্য ইলিশ ধরাও কমে যাচ্ছে। এরই মধ্যে ভারতসহ বিদেশে ইলিশ রপ্তানির খবরে ইলিশের দাম একটু ঊর্ধ্বগতির দিকে রয়েছে। যে কারণে ইলিশের দাম আর কমার সম্ভাবনা নেই। এ ছাড়াও এ বছরে অনলাইনভিত্তিক বাজারেও সারা দেশ থেকে ইলিশের ব্যাপক চাহিদা বেড়েছে। কিন্তু সে অনুযায়ী ইলিশের আমদানি নেই।
চাঁদপুর সদর উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ ভট্টাচার্য বলেন, শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সরকার ভারতে ইলিশ রপ্তানি শুরু করেছে। এ খবরে বাজারে একটু দামে প্রভাব পড়েছে। তবে ইলিশের উৎপাদন বাড়লে হয়তো তা স্বাভাবিক হয়ে যাবে।

এবিষয়ে চাঁদপুর মৎস্য গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও ইলিশ গবেষক ড. আনিসুর রহমান বলেন যে, ইলিশ পরিভ্রমণশীল মাছ। বিশেষ করে অমাবস্যা ও পূর্ণিমা ঘিরে ইলিশ লোনাপানির সাগর মোহনা থেকে মিঠা পানির পদ্মা-মেঘনায় বিচরণ শুরু করে।

তারা খাদ্য সংগ্রহের পাশাপাশি ডিম ছাড়ার জন্য নদী অঞ্চলে যাতায়াত করে। জেলেরা এ সময় কারেন্ট জাল ব্যবহার না করলে ইলিশ তাদের গন্তব্যে পৌঁছাতে পারে। এখন ইলিশ আসা শুরু করেছে। এটা আগামী অক্টোবর পর্যন্ত অব্যাহত থাকবে বললেন।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed