বলিউড কাঁপানো অসংখ্য নায়িকা ভারতে জন্ম নয়
মৌলভীবাজার প্রতিনিধি।।
মৌলভীবাজারে সদর ইউপি চাঁদনী ঘাট ১ কেজি গাঁজা সহ জসিম মিয়া (৩০) নামে এক মাদক কারবারিকে মোটরসাইকেল (FZ) সহ আটক করেছে মৌলভীবাজার ডিবি পুলিশ।
রোজ রোববার (১০ই অক্টোবর) সদর ইউপি চাঁদনী ঘাট সাবিয়া নিজ বসত বাড়ি থেকে তাকে আটক করা হয়। জসিম সাবিয়া গ্রামের মৃত আব্দুল মোতালিব এর ছেলে।
ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মোঃ বদিউজ্জামান জানান, রোববার গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া এর নির্দেশনায় একদল ডিবি পুলিশ সদর উপজেলার চাঁদনী ঘাট ইউপি সাবিয়া গ্রামে জসিম উদ্দিন এর বাড়িতে অভিযান চালায়।
এসময় ডিবি পুলিশ ১ কেজি গাঁজা ও মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত ১ টি মোটরসাইকেল ( FZ) সহ জসিম উদ্দিন কে আটক করেন।
মৌলভীবাজার ডিবি পুলিশের এস আই মোঃ মাসুক মিয়া বলেন, ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি জসিম উদ্দিনকে আটক করা হয়েছে।
অভিযানের সময় ১ টি মোটরসাইকেল ইয়ামাহা (FZ) জব্দ করা হয়।এই ঘটনায় জসিমের বিরুদ্ধে মামলা দায়েরর প্রস্তুতি চলছে।