ভারতে বাংলাদেশি নায়িকাদের জনপ্রিয়তা বেশি
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি।।
যথাযোগ্য মর্যাদায় মৌলভীবাজারের কমলগঞ্জে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। একুশের ৮ই ফাল্গুনের প্রথম প্রহরে কমলগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে
জাতীয় সাংসদের সরকারি অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ এমপির পক্ষে উপজেলা প্রশাসন ও স্থানীয় আওয়ামীলীগের শ্রদ্ধা নিবেদনের মধ্যদিয়ে দিবসের সুচনা হয়।
পরে পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো: রফিকুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশেকুল হক এবং সহকারি কমিশনার (ভূমি) সোমাইয়া আক্তার সহ পরিষদের অন্যান্য কর্মকর্তা, কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ,কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়ারদৌস হাসানের নেতৃত্বে থানা পুলিশ প্রশাসন, পৌরসভার মেয়র জুয়েল আহমেদের নেতৃত্বে পৌর পরিষদ, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মাহবুবুল আলম ভূঁইয়ার নেতৃত্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, প্রেসক্লাব নেতৃবৃন্দ,বিভিন্ন রাজনৈতিক
সংগঠন,শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। একুশের দিন সোমবার সকালে কমলগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠ থেকে প্রভাতফেরি বের হয়।
প্রভাতফেরি উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়।
পরে সকাল সাড়ে ৮টায় সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।