1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
কমলগঞ্জে দেশীয় অস্র নিয়ে মহড়া, প্রতিবাদ করলে হামলা; থানায় অভিযোগ - আলোরদেশ২৪

কমলগঞ্জে দেশীয় অস্র নিয়ে মহড়া, প্রতিবাদ করলে হামলা; থানায় অভিযোগ

  • প্রকাশিত : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ৩৪ বার দেখা হয়েছে


কমলগঞ্জ প্রতিনিধি::


মৌলভীবাজারের কমলগঞ্জের আলীনগর ইউনিয়নের রানীবাজারে দেশীয় অস্ত্র নিয়ে প্রকাশ্যে ঘুরাঘুড়ি করে বাজারের পরিবেশ নষ্ট করছে জাবের মিয়ার নেতৃত্বে ৪-৫জন অস্ত্রধারী সন্ত্রাসীরা। প্রতিবাদ করলে ব্যবসায়ীদের উপর হামলা করবে বলে ভয়ভীতি প্রদর্শন করে যেকোন সময় বাজারে সশস্ত্র অবস্থায় মহড়াদেয়। এ বিষয়ে ঐ বাজারের ব্যবসায়ী সমিতির সভাপতি মো. শহীদ মিয়া বাদী হয়ে কমলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেন।

গত বুধবার রাত ৮টার দিকে উপজেলার আলীনগর ইউনিয়নের রানী বাজারে এ ঘটনাটি ঘটে।

সভাপতির অভিযোগ সুত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে এই বাজারে শান্তিপূর্ণভাবে ব্যবসা করছে ব্যবসায়ীরা। কিন্তু তিলকপুর গ্রামের আকাই মিয়ার ছেলে জাবের মিয়ার নেতৃত্বে ৪-৫ জন অস্ত্রধারী তারা পারিবারিক বিষয় নিয়ে বাড়িতে ঝগড়া হলে সশস্ত্র অবস্থায় বাজারে মহড়াদিয়ে ব্যবসায়ী ও ক্রেতাদের মাঝে আতংক সৃষ্টি করে। ইতি পূর্বে বাজারে বেশ কয়েকটি ঝামেলা সহ রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটিয়েছে তারা। এ বিষয় নিয়ে স্থানীয় ভাবে একাধিকবার শালিশ বসলেও সমাধান হয়নি। সে কাউকেই পাত্তা দেয়না বলে অভিযোগ উঠেছে।

অভিযুক্ত জাবের মিয়ার সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

থানায় অভিযোগকারী ব্যবসায়ী সমিতির সভাপতি মো. শহীদ মিয়া বলেন, ‘বাজারের ব্যবসায়ীরা সহজ সরল। এরা বেশিরভাগ উপজাতি। সামান্য ঝগড়া হলেই আতংক দেখা দিলে দোকানপাট বন্ধ করে বাড়িতে চলে যায়। দীর্ঘদিন থেকে জাবের মিয়া সহ ৪-৫জন মিলে এই বাজারে ব্যবসায়ীদের উপড় হামলা ভয়ভীতি সৃষ্টিকরে। অনেক সময় তাদের পারিবারিক বিষয় নিয়ে বাজারে সমস্যা সৃষ্টি করে। এতে ক্রেতারা আতংকে থাকে ও পরবর্তীতে তারা এই বাজার থেকে সদায় করতে চায় না। এছাড়াও তারা বাজারের ব্যবসায়ীদের উপড় একাধিকবার হামলা করেছে। এ বিষয়ে আমি থানায় লিখিত অভিযোগ দিয়েছি। আশা করছি পুলিশ প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন।

এ বিষয়ে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed