এম এ হাই,
কমলগঞ্জ প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা জামায়াত ইসলামীর ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীলদের নিয়ে নির্বাচনী বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর ২০২৫) বাদ জুম্মা কমলগঞ্জ দাখিল মাদ্রাসার হলরুমেএ কর্মশালার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী কর্মপরিষদ সদস্য ও আমীর সিলেট মহানগর জনাব মোঃ ফখরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর জামায়াতে সহকারী সেক্রেটারী ও শ্রীমঙ্গল কমলগঞ্জের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এড. মোঃ আব্দুর রব, মৌলভীবাজার জেলা সভাপতি ইঞ্জিনিয়ার শাহেদ আলী, মৌলভীবাজার জেলা সেক্রেটারী প্রিন্সিপাল জনাব, ইয়ামির আলী, মৌলভীবাজার জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ শাহ আলাউদ্দিন প্রমুখ।
কর্মশালায় সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী কমলগঞ্জ উপজেলা আমীর অধ্যক্ষ মাসুক মিয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কমলগঞ্জ উপজেলা সেক্রেটারি এড. কামরুল ইসলাম । এছাড়াও উপজেলা নায়বে আমির সৈয়দ আমিরুল ইসলাম কয়ছর, কমলগঞ্জ উপজেলা সহকারী সেক্রেটারী মনসুর আলী, কমলগঞ্জ পৌর জামায়াতের সভাপতি মুহাম্মদ আব্দুল হাই, কমলগঞ্জ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুস সালাম,কমলগঞ্জ ইউনিয়ন সভাপতি মোঃ এবাদুর রহমান, কমলগঞ্জ পৌর সেক্রেটারী সাইফুর রহমান, ইসলামি ছাত্রশিবিরের সভাপতি সাদিকুল ইসলাম , ইসলামি ছাত্র শিবিরের সেক্রেটারী সৈয়দ তানিম অহমেদ, উপস্থিত ছিলেন।
কর্মশালায় আরও উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি আলতাফুর রহমান, কমলগঞ্জ পৌর জামায়াতের অর্থ- সম্পাদক নাহিদ তরফদার, ইসলামপুর ইউনিয়ন সভাপতি মোঃ শফিকুল ইসলাম, শমশেরনগর ইউনিয়ন সভাপতি মোচ্ছাবির আহমেদ, মুন্সিবাজার ইউনিয়ন সভাপতি জুনেদ আহমেদ, রহিমপুর ইউনিয়ন সভাপতি আতাউর রহমান খান, পতনউষা ইউনিয়ন সভাপতি আব্দুল হানানসহ জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ।
পরিশেষে সকলের প্রাণবন্ত উপস্থিতি ও সক্রিয় অংশগ্রহণে কর্মশালাটি প্রাণবন্ত হয়ে উঠে এবং সফলভাবে সমাপ্ত হয়।