1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
গোলাপগঞ্জ বাদেপাশা ইউপি জমিয়তের কাউন্সিল সম্পন্ন - আলোরদেশ২৪

গোলাপগঞ্জ বাদেপাশা ইউপি জমিয়তের কাউন্সিল সম্পন্ন

  • প্রকাশিত : রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০
  • ৬৯৬ বার দেখা হয়েছে

রাসেল আহমদ গোলাপগঞ্জ প্রতিনিধি।।

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ১০ নং উত্তর বাদেপাশা ইউ পি , জমিয়তের কাউন্সিল অনুষ্ঠান স্থানিয় আছিরগঞ্জ সিটি শপিং কমপ্লেক্স ২য় তলায় অবস্থিত বাদেপাশা ইউপি জমিয়ত কার্যালয়ে ইউপি জমিয়তের সভাপতি হাফিজ মাওলানা নুরুদ্দীনের সভাপতিত্বে ও ইউপি জমিয়ত এর যুগ্ম-সেক্রেটারী মাওলানা জাবের আহমদ এর সঞ্চালনে কাউন্সিল অনুষ্ঠন অনুষ্ঠিত হয়।


এতে উপজেলা জমিয়ত এর সাবেক যুগ্ম-সেক্রেটারী ও নবনির্বাচিত সেক্রেটারি হাফিজ মাওলানা, আলি আহমদ বহরগ্রামী ও উপজেলা জমিয়তের সাবেক সহ-প্রচার সম্পাদক, নবনির্বাচিত কমিটির সাংগঠনিক সম্পাদক, আগামি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫নং বুধবারীবাজার ইউনিয়নে জমিয়ত মনোনীত সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ক্বারী মাওলানা খলিলুর রহমান ও উপজেলা জমিয়ত নেতা হাফিজ রশিদ আহমদ নির্বাচন কমিশন হিসাবে উপস্থিত ছিলেন।
নির্বাচন কমিশনবৃন্দ
৩বছর মেয়াদী নিম্নে বর্ণিত ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করেন।
সভাপতি: হাফিজ মাওলানা নূরুদ্দীন আমকোনী, সিনিয়র সহ-সভাপতি: হাফিজ মাওলানা হেলালুদ্দীন বাগলা, সহ-সভাপতি: মাওলানা আজমল আলি, মাওলানা বাহার উদ্দীন। সেক্রেটারি: হাফিজ মাওলানা জালালুদ্দীন খাগাইল, যুগ্ম-সেক্রেটারী:মাওলানা জাবের আহমদ, সহ-সেক্রেটারী হাফিজ আলি আহমদ।সাংগঠনিক সম্পাদক: হাফিজ আনোয়ার হুসাইন, সহ-সাংগঠনিক সম্পাদক: মুফতী মাওলানা শাহিদুর রাহমান, প্রচার সম্পাদক: হাফিজ মাওলানা মুইনুল হক, সহ-প্রচার সম্পাদক: মাওলানা মুস্তাকিম আলী, প্রশিক্ষণ সম্পাদক: হাফিজ মাওলানা সালেহ আহমদ, সহ-প্রশিক্ষণ সম্পাদক: মুফতী মাও: জামিল আহমদ, অর্থ বিষয়ক সম্পাদক: হাফিজ মুসলেহ উদ্দীন, সমাজ সেবা বিষয়ক সম্পাদক: ডা.সালেহ আহমদ, কৃষি বিষয়ক সম্পাদক: ফখরুদ্দীন, শ্রম বিষয়ক সম্পাদক: খালেদ আহমদ, পাঠাগার সম্পাদক: হাফিজ মানোয়ার আহমদ, দফতর সম্পাদক: মাছুম আহমদ, যুব বিষয়ক সম্পাদক: হাফিজ গৌছ উদ্দীন, ছাত্র বিষয়ক সম্পাদক: হাফিজ সাইফুর রাহমান,
নির্বাহী সদস্যবৃন্দ:
হাফিজ মিসবাহুল হক, মাও: আব্দুল গণি, মাও: নাজির আহমদ, হা: আব্দুর রহিম, মাও: বদরুল আলম, হাফিজ মাও: শাহরিয়া আহমদ, মো: আব্দুল্লাহ, মোঃ আব্দুল হাফিজ, মো: আবু তাহের, মুহাম্মদ আব্দুল হামিদ।
উক্ত কাউন্সিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জমিয়তের উপজেলা ও স্থানীয় দায়িত্বশীল এবং কর্মিবৃন্দ।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed