1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
বড়লেখা পৌর নির্বাচনে কাউন্সিল পদে কে কোন কেন্দ্রে নির্বাচীত হলেন - আলোরদেশ২৪
সংবাদ শিরোনাম :
সবুজে ঘেরা মৌলভীবাজার জেলাকে আরও সবুজময় করতে চাই বললেন জেলা প্রশাসক কমলগঞ্জে সাংবাদিকদের সাথে জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের মতবিনিময় জুলাই গণঅভ্যুার্থানের বাংলাদেশে কোনো সম্প্রদায় কোনো গোষ্টীকে আলাদা রেখে স্বপ্নের বাংলাদেশ গড়া সম্ভব নয় প্রিতম দাশ মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ কমলগঞ্জ উপজেলা কমিটি গঠন সম্পন্ন কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমির উদ্যোগে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন কমলগঞ্জে ইসলামপুর যুবদলের উদ্যোগে ঈদ পুনর্মিলন অনুষ্ঠান কমলগঞ্জে বিদ্যুতের ছিঁড়া তারে পিষ্ট হয়ে এক মহিলার মৃত্যু আমেরিকা প্রবাসী সুমনের বিবাহ উপলক্ষে স্বারক প্রধান কমলগঞ্জে রোজিনা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ অবস্থান

বড়লেখা পৌর নির্বাচনে কাউন্সিল পদে কে কোন কেন্দ্রে নির্বাচীত হলেন

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০
  • ৭৩৮ বার দেখা হয়েছে

ই.আর.রাজু মৌলভীবাজার জেলা প্রতিনিধি।।


মৌলভীবাজারের বড়লেখা পৌরসভা নির্বাচন শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। এবার প্রথমবারের মতো বড়লেখা পৌরসভায় ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ হয়েছে। সোমবার (২৮ ডিসেম্বর) সকাল ৮টা থেকে ১০টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। শেষ হয় বিকাল ৪টায়। ভোটগ্রহণ শেষে শুরু হয় গণনা

সোমবার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মো. আলমগীর হোসেন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী, নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আবুল ইমাম মো. কামরান চৌধুরী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ৫৯৭৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইদুল ইসলাম মোবাইল ফোন প্রতীকে পেয়েছেন ৩০৮৬। এছাড়া বিএনপির প্রার্থী আনোয়ারুল ইসলাম ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫৯৪ ভোট।

এদিকে ১ নম্বর ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে মো. শাহজাহান ৪৫৯ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নোমান আহমদ পেয়েছেন ২৩৩ ভোট। ২ নম্বর ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে জেহীন সিদ্দিকী ৮৮৩ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাদের আহমদ পেয়েছেন ১৪৯ ভোট। ৩ নম্বর ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে আবুল হাসিম ২৬০ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আব্দুর রশিদ পেয়েছেন ২০৫ ভোট। ৪ নম্বর ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে কবির আহমদ ৩৯২ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আক্তার হোসেন আরিফ পেয়েছেন ৩৬৯ ভোট।

৫ নম্বর ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে মো. আব্দুল হাফিজ ৩৯১ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রুমেল আহমদ পেয়েছেন ৩২৪ ভোট। ৭ নম্বর ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে রেজাউল করিম ৫৭৯ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কায়ছার পারভেজ পেয়েছেন ৩৭৫ ভোট। ৮ নম্বর ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে রেহান পারভেজ রিপন ৮৭২ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শামীম আহমেদ পেয়েছেন ৬৭১ ভোট। ৯ নম্বর ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে জাহিদ হাসান ৩৮৬ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিজানুর রহমান পেয়েছেন ৩৮২ ভোট।

এছাড়া সংরক্ষিত ১ নম্বর ওয়ার্ডে নারী কাউন্সিলর পদে রুকাইয়া আক্তার রিয়া ১ হাজার ৯৬ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শেফালী রানী পাল চশমা প্রতীকে পেয়েছেন ১ হাজার ৫২ ভোট। সংরক্ষিত ২ নম্বর ওয়ার্ড নারী কাউন্সিলর পদে আছমা বেগম ১ হাজার ৯১৯ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার কিটতম প্রতিদ্বন্দ্বী জেবা আক্তার চৌধুরী পেয়েছেন ৭৩৯ ভোট। সংরক্ষিত ৩ নম্বর ওয়ার্ড নারী কাউন্সিলর পদে রুজিনা বেগম ১ হাজার ৫৭৪ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাজনা আক্তার সুজন পেয়েছেন ১ হাজার ১৩৭ ভোট।

প্রসঙ্গত, বড়লেখা পৌরসভায় এবারই প্রথম ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণ হয়েছে। এ পৌরসভার নয়টি ওয়ার্ডে মোট ভোটার ১৫ হাজার ৪৪৩ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৭ হাজার ৫২৩ জন ও মহিলা ভোটার ৭ হাজার ৯২০ জন। নয়টি সাধারণ ও তিনটি সংরক্ষিত ওয়ার্ডের ভোট গ্রহণের জন্য ১০টি ভোটকেন্দ্রে ৪৩টি ভোটকক্ষ ছিল। নির্বাচনে ৯৭০১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed