মৌলভীবাজারের কমলগঞ্জে ২য় বারেমত মেয়র নির্বাচিত হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান মেয়র জুয়েল আহমদ।
স্থানীয়ভাবে প্রার্থীর এজেন্টদের কাছ থেকে তথ্য পাওয়া মতে তিনি ভোট পেয়েছেন ৫২৫৭। আর নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী হেলাল মিয়া জগ মার্কায় পেয়েছেন ২৮০৬ ভোট। অপর বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী আনোয়ার হোসেন নারিকেল গাছ মার্কায় পেয়েছেন ২৭৮৭ ভোট। আর চা প্রার্থীর মধ্যে বিএনপি প্রার্থী আবুল হোসেন চতুর্থ হয়েছেন।
আজ শনিবার (১৬ই জানুয়ারি) দ্বিতীয় ধাপে কমলগঞ্জ পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়।
পৌরসভায় মোট ১৩ হাজার ৯০০ ভোট। এরমধ্যে ভোট গ্রহণ হয়েছে ১১ হাজার ১৫১টি। শতকরা ৮১ দশমিক ১১ শতাংশ ভোট গ্রহণ হয়েছে। বাতিল হয়েছে ১৩৯টি। ৯টি কেন্দ্রে ভোট গণনা শেষে উপজেলা পরিষদ নিয়ন্ত্রণ কক্ষে কমলগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম তালুকদার প্রিসাইডিং অফিসারদের কাছ থেকে কেন্দ্রভিত্তিক ফলাফল গ্রহণ করে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন।
কড়া নিরাপত্তায় শনিবার সকার ৮টা থেকে কমলগঞ্জ পৌরসভার ৯টি কেন্দ্রে বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ হয়। কোন প্রকার বিশৃঙ্খল ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে। উপস্থিতির দিকে নারী ভোটারদের সংখ্যা ছিল বেশি।