1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
কমলগঞ্জে অনুষ্ঠিত হতে যাচ্ছে আল্ট্রা ট্রেইল ম্যারাথন - আলোরদেশ২৪

কমলগঞ্জে অনুষ্ঠিত হতে যাচ্ছে আল্ট্রা ট্রেইল ম্যারাথন

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০২১
  • ৮৩২ বার দেখা হয়েছে

এম মহিউদ্দীন খাঁন বিশেষ প্রতিনিধি।। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে অনুষ্ঠিত হতে চলেছে আল্ট্রা ট্রেইল ম্যারাথন। ১৭ দেশের ৩০ জন রানারসহ সাত শতাধিক রানারের অংশগ্রহণে আগামী ২৯শে জানুয়ারি হবে এই ম্যারাথন।

আজ মঙ্গলবার (১৯শে জানুয়ারি) শমশেরনগর ইউনিয়ন চেয়ারম্যান মো.জুয়েল আহমেদের সভাপতিত্বে আয়োজিত এক অনুষ্ঠানে গণমাধ্যমকে জানান আলট্রা ট্রেইল ম্যারাথন-২০২১ইং কমিটির সদস্য সচিব নবিল শমশেরী।
গণমাধ্যমকে নবিল শমশেরী জানান, ২৯শে জাুনয়ারি মোট ৩ ধাপে (১০ কি.মি, ২১.১ কি.মি. ও ৫০ কি.মি.) প্রথম আল্ট্রা ট্রেইল ম্যারাথন অনুষ্ঠিত হবে। এদিন ভোর ৫টায় অংশগ্রহণকারী রানাররা শমশেরনগর চা বাগান ফুটবল মাঠে এসে রিপোর্ট করবেন। ভোর সাড়ে ৫টায় প্রথমে শুরু হবে ৫০ কি.মি দূরত্বের রানিং। ভোর ৬টায় শুরু হবে ২১.১ কি.মি. দূরত্বের রানিং। ভোর সাড়ে ৬টায় শুরু হবে ১০ কি.মি. দূরত্বের রানিং। রানাররা ট্রেইল রান করে আবার শমশেরনগর চা বাগান মাঠে শেষ করবে। বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী।
নবিল শমশেরী আর বলেন, প্রথমবারের মতো অনুষ্ঠিত ট্রেইল ম্যারাথনে ভারত, শ্রীলঙ্কা, ভুটান, জার্মানীসহ ১৭টি দেশের ৩০ জনসহ সাত শতাধিক রানার ইতোমধ্যেই নিবন্ধন সম্পন্ন করেছেন। বাংলাদেশের পতাকা বহনকারী যারা বিদেশে দেশের ভাবমূর্তি উজ্জল করেছেন এমন বেশ কয়েকজন রানারও এই আল্ট্রা ট্রেইল ম্যারাথনে অংশ নিচ্ছেন।
অনুষ্ঠিতব্য আল্ট্রা ট্রেইল ম্যারাথনে অংশগ্রহণকারীদের নিরাপত্তা, স্বাস্থ্যসেবাসহ সার্বিক বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। স্থানীয় এলাকাবাসী, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এই ম্যারাথন অনুষ্ঠিত হচ্ছে।
অংশগ্রহণকারী রানারদের জন্য রিসোর্ট ও গেষ্ট হাউজ আগামী ২৮শে ও ২৯শে জাুনয়ারির জন্য আগাম বুকিং করে নেয়া হয়েছে। চা বাগান ও পাহাড় বেষ্টিত এলাকায় অনুষ্ঠিত এ আয়োজনের মাধ্যমে শমশেরনগরের ইতিহাস, ঐতিহ্য ও দর্শনীয় স্থান বাংলাদেশ তথা বিশ্বের মাঝে তুলে ধরা তাদের লক্ষ্য বলে জানিয়েছেন কমিটির সদস্য সচিব নবিল শমশেরী।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed