রাসেল আহমদ (গোলাপগঞ্জ সিলেট প্রতিনিধি)।।
সিলেট জেলা শাখার ছাত্র দলের পূর্নাঙ্গ কমিটি অনুমোদন। আজ মঙ্গলবার (২লা ফেব্রুয়ারি) বাংলাদেশ জাতীয় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে ৩২১ সদস্যের জেলা কমিটি অনুমোদন করা হয়।
উল্লেখ্য যে, গত বছরের অক্টোবরে সিলেট জেলা ও মহানগর ছাত্রলদের পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্রীয় নেতাদের কাছে জমা দেয়া হয়। ২২শে অক্টোবর রাতে কমিটির খসড়া তালিকা দলের কেন্দ্রীয় সহ-সভাপতি ও সিলেট বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত নেতা ওমর ফারুক কাউসারের কাছে জমা দেন সিলেটের দায়িত্বশীলরা। সেই খসড়া জমা দেয়ার তিন মাস পর পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিলো কেন্দ্রীয় কমিটি।
দলীয় নেতাকর্মীদের সকল প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে অনুমোদন করা হলো সিলেট জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি।