রাসেল আহমদ গোলাপগঞ্জ সিলেট প্রতিনিধি।।
গোলাপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক প্রচার সম্পাদক, হেতিমগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যাবসায়ী এহতেশামুল হক শাহীনের হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সাবেক মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক জাকারিয়া আহমদ পাপলু।
তিনি গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানান।
বিবৃতিতে তিনি বলেন, গত রোববার দিবাগত (২২ মার্চ) রাত ১টার দিকে ঢাকা থেকে ফেরার সময় উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের লরিপুর গ্রামের সড়কে দুর্বৃত্তরা এহতেশামুল হক শাহিনকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পরিকল্পিত ভাবে খুন করে পালিয়ে যায়। আমি নেক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাই।
সেই সাথে নিহত শাহীনের আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং অনতিবিলম্বে শাহীন হত্যাত সাথে জড়িতদের খুঁজে বের করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানাই।