কমলগঞ্জ মৌলভীবাজার প্রতিনিধি।। মৌলভীবাজারের কমলগঞ্জে প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ২ দিনব্যাপী উন্নয়ন মেলা আজ রোববার বেলা ২ঘটিকার সময় সমাপ্ত হয়। মেলায় বিভিন্ন বিভাগের মোট ২৬টি স্টল অংশ নেয়। সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে “ভিশন ২০৪১: উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। পরে
উপজেরা পরিষদের পক্ষ থেকে অংশ গ্রহন করা স্টল গুলোকে ক্রেস্ট প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হকের সভাপতিত্বে ও উপজেলা স্কাউটস সম্পাদক মোশাহীদ আলীর সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক মোঃ রফিকুর রহমান।
তার পর উন্নয়ন বিষয়ক কুইজ ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা, স্থানীয় বিভিন্ন উন্নয়ন চিত্র প্রদর্শনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।