ই.আ.রাজু মৌলভীবাজার জেলা প্রতিনিধি।।
করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে মৌলভীবাজার জেলার সম্মানিত জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের নির্দেশনা অনুযায়ী ও বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানার সার্বিক তত্ত্বাবধানে আজ ৩১ মার্চ, ২০২১ তারিখ বুধবার মৌলভীবাজার জেলার সদর উপজেলার কোর্টরোড, ওয়াপদা, ঢাকা বাসস্ট্যান্ড, কুসুমবাগ পয়েন্ট, পশ্চিম বাজার, চৌমুহনা সহ বিভিন্ন জায়গায় মাস্ক বিতরণ ও সচেতনতামূলক প্রচারণা চালানো হয়।
এছাড়া, পরবর্তী ১৫ দিনের জন্য সকল সামাজিক, ধর্মীয়, রাজনৈতিক অনুষ্ঠান উপলক্ষে জনসমাগম নিষিদ্ধ এবং সন্ধ্যা ৭ ঘটিকার পর শপিংমল, হাটবাজারসহ সকল ব্যবসা-প্রতিষ্ঠান বন্ধ থাকবে এ বিষয়ে মাইকিং করা হয়।