কমলগঞ্জে ডিম ফুটে বের হলো ১৫ টি গোখরা সাপের বাচ্চা
শাহনাজ এলাহি, স্টাফ রিপোর্টাস।।
মৌলভীবাজারের কমলগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে ।
আজ সারা দেশের ন্যায় বৃহস্পতিবার ( ৩০শে সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলা হল রুমে কমলগঞ্জ উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক আয়ােজিত এ উপলক্ষ্যে আলােচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হকের সভাপতিত্বে ও পরিচালনায় আমরা কন্যাশিশু- প্রযুক্তিতে সমৃদ্ধ হবাে ডিজিটাল বাংলাদেশ গরবাে এ প্রতিপাদ্য বিষয়ের উপর আলােচনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযােদ্ধা অধ্যাপক মােঃ রফিকুর রহমান।
সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিলকিশ বেগম।
এসময় বক্তব্য রাখেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রিপন চন্দ্র দাস, মঙ্গলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মােসাহীদ আলী, কমলগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ ওয়াহিদ রুলু, কমলগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শাহীন আহমেদ, কিশােরী নিশাত সাইয়ারা সৃষ্টি ও তথ্য আপা স্বর্ণালী সিনহা।
এছাড়াও সভায় বিভিন্ন এলাকা থেকে আগত নারী প্রতিনিধিগণ ও সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মধুছন্দা দাস।