1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
লাউয়াছড়ায় ভূমি পুনরুদ্ধার ও বিদ্যুৎ লাইনে কাভারের দাবীতে মানববন্ধন - আলোরদেশ২৪

লাউয়াছড়ায় ভূমি পুনরুদ্ধার ও বিদ্যুৎ লাইনে কাভারের দাবীতে মানববন্ধন

  • প্রকাশিত : শুক্রবার, ১ অক্টোবর, ২০২১
  • ৬৫৭ বার দেখা হয়েছে

বলিউড কাঁপানো অসংখ্য নায়িকা ভারতে জন্ম নয়

শাহনাজ এলাহি, স্টাফ রিপোর্টার।।

নাসির হোসেন ও তামিমার বিয়ে বৈধ নয়

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের দখল হয়ে যাওয়া ভূমি পুনরুদ্ধার ও বন্যপ্রাণীর স্বার্থে বনের ভিতরের বৈদ্যুতিক লাইনে কাভার লাগানোর দাবীতে মানববন্ধন করেছে জীববৈচিত্র্য রক্ষা কমিটি,কমলগঞ্জ।

আজ শুক্রবার(১লা অক্টোবর) সকাল ১০ ঘটিকায়  লাউয়াছড়ার জাতীয় উদ্যানের বাঘমারা ক্যাম্পের সম্মুখে জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি মঞ্জুর আহমেদ আজাদ মান্নার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আহাদ মিয়ার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য, জীববৈচিত্র্য রক্ষা কমিটি উপদেষ্টা  অধ্যক্ষ মোঃ হেলাল উদ্দিন, ভানুগাছ বাজার পৌর বনিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ সানোয়ার হোসেন,

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) জেলা সমন্বয়ক আ.স.ম সালেহ সুহেল, বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক শ্যামল কুমার মিত্র, কমলগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি শাব্বির এলাহী, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক শাহীন আহমেদ, চ্যানেল টুয়েন্টিফোরের জেলা

প্রতিনিধি আব্দুল হামিদ, সাংবাদিক সাজিদুর রহমান সাজু, পরিবেশবাদী ও সাংবাদিক এসকে দাশ সুমন, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক নির্মল এস পলাশ, জীববৈচিত্র্য রক্ষা কমিটি কমলগঞ্জের সহ-  সম্পাদক সালাহউদ্দিন শুভ , রুহুল ইসলাম হৃদয়  প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন যে, কমলগঞ্জে অবস্থিত ১২৫০ হেক্টর ভূমির এ লাউয়াছড়া বাংলাদেশের অন্যতম একটি জাতীয় উদ্যান এবং অবশিষ্ট চিরহরিৎ বনের একটি উল্লেখযোগ্য নমুনা। এটি একটি সংরক্ষিত বনাঞ্চল। কিন্তু বর্তমানের বনের অনেক ভূমি দখল করে ঘর-বাড়িসহ বাগান নির্মাণ করা হয়েছে।

দ্রুত বনবিভাগের এসব ভূমি পুনরুদ্ধার করা প্রয়োজন। তাছাড়া লাউয়াছড়া জীববৈচিত্র্যে ভরপুর। বিলুপ্তপ্রায় উল্লুকের জন্য এ বন বিখ্যাত।

উল্লুক ছাড়াও এখানে রয়েছে বিভিন্ন প্রজাতির দুর্লভ জীবজন্তু, কীটপতঙ্গ এবং উদ্ভিদ। কিন্তু প্রতি বছর বনের ভেতরের বিদ্যুতিক লাইনে অনেক প্রানী মারা যাচ্ছে।  তাই বন্যপ্রাণীর স্বার্থে বনের ভিতরের বৈদ্যুতিক লাইনে কাভার লাগানো অতীব জরুরি কাজে এটা এখন সময়ে দাবি।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed