অনলাইন ডেস্ক।।
জাতীয় পরিষদ ভেঙ্গে দিলেন পাক-প্রেসিডেন্ট
পাকিস্তানের প্রধানন্ত্ররী সাবেক বিশ্বজয়ী ক্রিকেটার ইমরান খানের সামনে তার প্রধানমন্ত্রিত্ব টিকিয়ে রাখতে মাত্র একটি পথই খোলা রয়েছে। আর সেটি হলো অনাস্থা ভোটে জয় লাভ করা।
বৃহস্পতিবার (৭ই এপ্রিল ) পাকিস্তানের সুপ্রিম কোর্ট ডেপুটি স্পিকার কাসেম সুরির সিদ্ধান্তকে অবৈধ ও বাতিল ঘোষণা করে আগামী শনিবার (৯ এপ্রিল) ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোট আয়োজনের নির্দেশ দিয়েছেন।
এদিন যদি ইমরান খান অনাস্থা ভোটে জেতেন তাহলে তার প্রধানমন্ত্রীর পদ থাকবে। নয়ত তাকে ছাড়তে হবে প্রধানমন্ত্রীর দায়িত্ব।
এর আগে, গত ৩রা এপ্রিল দেশটির জাতীয় পরিষদে প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে ভোট হওয়ার কথা ছিল। কিন্তু ওইদিন সেই প্রস্তাবটি বাতিল করে দেন পাকিস্তারনের ডেপুটি স্পিকার কাসেম সুরি।
এ বিষয়ে পাকিস্তানের সুপ্রিম কোর্ট জানিয়েছে যে, প্রধানমন্ত্রীর ইমরান খানের বিরুদ্ধে যে অনাস্থা প্রস্তাব করা হয়েছে। সেই প্রস্তাবের ওপর অবশ্যই ভোট হতে হবে।
এ ভোটে যদি ইমরান খান হেরে যান তাহলে জাতীয় পরিষদ নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন। আর যদি ইমরান খান অনাস্থা ভোটে জেতেন তাহলে তিনিই আগের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন ও দেশটির সরকারও আগের মতো তাদের কার্যক্রম চালাবে।