কমলগঞ্জে গৃহবধুর লাশ মাটির নিচ থেকে উদ্ধার
কমলগঞ্জ প্রতিনিধি।।
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের বিউটি আক্তার (২২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
আজ ৭ই এপ্রিল শনিবার সন্ধ্যায় উপজেলার মাধবপুর ইউনিয়নের ধলাইরপাড় গ্রাম থেকে মহিলার গলায় ওড়না পেঁচানো লাশ উদ্ধার করা হয়।
এবিষয়ে স্থানীয়রা জানান যে, উপজেলার আলীনগর ইউনিয়নের কামুদপুর গ্রামের আমির মিয়ার মেয়ে বিউটি আক্তারের বিয়ে হয় একই উপজেলার মাধবপুর ইউনিয়নের ধলাইরপাড় গ্রামের আকবর মিয়ার ছেলে মিরি মিয়ার সঙ্গে। আজ সন্ধ্যায় প্রতিবেশীরা তার ঘরে গেলে বিউটির ঝুলন্ত লাশ দেখতে পান।
এলাকাবাসীর অভিযোগ যে, বিউটি আত্মহত্যা করে নাই। তার মৃত্যুর হয়তো কোনো রহস্য লোকানো আছে বলে মনে হচ্ছে।
তবে এবিষয়ে কমলগঞ্জ থানার এসআই কামরুল হাসান জানান যে, রাতেই ঘটনাস্থল থেকে লাশটির সুরতহাল রিপোর্ট তৈরি করে থানায় নিয়ে আসেন। এবিষয়ে অভিযোগ করা হলে তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।