1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
জুড়িতে যক্ষ্মা, ম্যালেরিয়া, এইচ আই ভি, কোভিড-১৯ ওরিয়েন্টেশন - আলোরদেশ২৪
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে সাংবাদিকদের সাথে বিএনপির মনোনীত প্রার্থী মুজিবুর রহমানের মতবিনিময় ঢাকা-সিলেট রেলপথের আধুনিকায়নসহ ৮ দফা দাবিতে আপ বাংলাদেশ কমলগঞ্জের মানববন্ধন শ্রীমঙ্গল থেকে অপহৃত কিশোরী উদ্ধার ভিকটিমের খালাসহ গ্রেপ্তার ২ কমলগঞ্জে ভানুগাছ বাজার পৌর বণিক সমিতির ৪র্থ সাধারণ সভা অনুষ্ঠিত কমলগঞ্জে লালন সাইঁ এর ১৩৫তম তিরোধান দিবস উদযাপন ও তাঁতবস্ত্র বুনন প্রশিক্ষণ উদ্বোধন ইতালিতে মণিপুরী নৃত্য পরিবেশন করে কোনাল সিংহ প্রশংসিত কমলগঞ্জে প্রয়াত বিএনপি নেতা খসরুর স্মরণে আলোচনা ও দোয়া কমলগঞ্জে যোগদান করলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াজ মাহমুদ কমলগঞ্জে সড়কের বেহাল অবস্থা, ভোগান্তির শেষ কোথায় কমলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫ পালিত

জুড়িতে যক্ষ্মা, ম্যালেরিয়া, এইচ আই ভি, কোভিড-১৯ ওরিয়েন্টেশন

  • প্রকাশিত : বুধবার, ১ জুন, ২০২২
  • ৬৭২ বার দেখা হয়েছে

শিক্ষা প্রতিষ্ঠান পরিষ্কার ও স্বাস্থ্য বিধি মানার অভ্যাস করুন শিক্ষামন্ত্রী

জি.এম.কৃষ্ণা শর্ম্মা, বিশেষ প্রতিনিধি।।

মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলায় যক্ষ্মা,ম্যালেরিয়া, এইচ আই ভি, কোভিড-১৯ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত। ৩১মে মঙ্গলবার উপজেলার কুচায় চা-বাগানে যক্ষ্মা,ম্যালেরিয়া, এইচ আই ভি, কোভিড-১৯ লক্ষন, চিকিৎসা পদ্ধতি ও আমাদের করনীয় বিষয়ে ওরিয়েন্টেশন
অনুষ্ঠিত হয়। উক্ত সভায় ফিল্ড অর্গানাইজার মানিক প্রসাদ পালের সঞ্চালনায় কুচাই চা-বাগান হেড ক্লার্ক সুব্রত সিংহের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডানকান ব্রাদার্স কোঃ লিঃ শিলুয়া চা বাগানের মেডিকেল অফিসার ডাঃ মঈনুল ইসলাম সবুজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুচাই চা-বাগানে সহকারী ব্যবস্থাপক সৈয়দ মাহযুজুর রহমান কুচাই চা-বাগানের পঞ্চায়েত সভাপতি রাধেস্যাম তেলি, জুড়ি উপজেলার হীড বাংলাদেশ এফ ও সুহেল আহম্মদ, কুচাই প্রাইমারি স্কুলের শিক্ষক রাজকুমার পাল।


ওরিয়েন্টেশনে অংশগ্রহন করেন কুচাই ও শিলুয়া চা বাগানের প্রাইমারী হেলথ্ কেয়ার( পি.এইচ.সি),শিক্ষক,পঞ্চায়েত কমিটির সদস্য,ড্রেসার,ও শ্রমিক বৃন্দ
জুড়ি হীড বাংলাদেশ (C-19) প্রজেক্টের ফিল্ড অর্গানাইজার সুহেল আহম্মদ শুভেচ্ছা বক্তব্যে সবার সাথে কুশলাতা বিনময় করে যক্ষ্মা,ম্যালেরিয়া,এইচ আই ভি ও কোভিড-১৯ রোগের লক্ষন ও আমাদের করনীয় সক্রান্ত সংক্ষিপ্ত আলোচনা করেন।


মেডিকেল অফিসার জনাব ডাঃ মঈনুল ইসলাম সবুজ যক্ষ্মা চিকিৎসা পদ্ধতি এবং যক্ষ্মা থেকে বাচার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এবং তিনি হীড বাংলাদেশের এ ধরনের কর্মসূচির জন্য হীড বাংলাদেশের সকল কর্মকর্তা ও সংশ্লিষ্ট সকল কে ধন্যবাদ জানান এবং তিনি উপস্থিত হীড বাংলাদেশের কর্মীদের আসস্থ করেন যে অত্র ২ টি চা-বাগানে পজেটিভ রোগীদের তারা নীজ দায়ত্বে পি.এইচ.সি দ্বারা টিবি ঔষধের কোর্স মোতাবেক ঔষধ সেবন করাবেন।


এ সময়ে হীড বাংলাদেশ (C-19) প্রজেক্ট বড়লেখা উপজেলার ফিল্ড অর্গানাইজার মানিক প্রসাদ পাল যক্ষ্মা নিয়ন্ত্রণে হীড বাংলাদেশের কার্যক্রক তুলে ধরেন এবং TPT সম্পর্কে আলোচনা করেন।
কুচাই চা-বাগানের সহকারী ব্যবস্থাপক হীড বাংলাদেশ কে ধন্যবাদ জানিয়ে ওরিয়েন্টেশনে অংশগ্রহনকারী সকলকে উপস্থাপিত আলোচনা বাগানের  প্রতিটা শ্রমিক লাইনে  প্রচার করার আহব্বান জানান এবং এ বিষয়ে বাগান ম্যানেজম্যান্ট থেকে প্রয়োজনি সকল সহযোগিতা করবেন বলে আসস্থ করেন।


এসময়ে উপস্থিত অংশগ্রহণকারীগন বিভিন্ন মতামত ব্যাক্ত করেন ও প্রশ্ন করেন। পরে সকলের প্রশ্নের উত্তর দেওয়া হয়। পরিশেষে সভার  সভাপতি সকলকে ধন্যবাদ জানিয়ে ও হীড বাংলাদেশের এরকম কর্মসূচির জন্য সাধুবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করা হয়।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed