1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
কমলগঞ্জের লাউয়াছড়া সড়কে ডাকাতি - আলোরদেশ২৪
সংবাদ শিরোনাম :

কমলগঞ্জের লাউয়াছড়া সড়কে ডাকাতি

  • প্রকাশিত : সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২
  • ১৬২ বার দেখা হয়েছে




কমলগঞ্জ প্রতিনিধি::

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শ্রীমঙ্গল রোডে লাউয়াছড়া সড়কে ডাকাতরা গাছ ফেলে যানবাহনে ডাকাতি করেছে। সড়ক অবরোধ করে প্রায় ১৪ থেকে ১৫ জনের একটি মুখোশপড়া ডাকাতদল ১০মিনিটে ২০ থেকে ২৫টি সিএনজি অটো, প্রাইভেট কার ও পিকআপের চালকও যাত্রীদের মারধর করে মুঠোফোন, ও নগদ টাকাসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুটে নিয়েছে বলে আক্রান্ত ব্যক্তিরা জানান। ডাকাতদের মারধোরে ৫জন যাত্রী আহত হবার খবর পাওয়া গেছে।

গতকাল ২৫শে সেপ্টেম্বর রোববার রাত প্রায় ১১:৩০ মিনিটের সময় কমলগঞ্জ শ্রীমঙ্গল সড়কের লাউয়াছড়া জাতীয় উদ্যানের মুজিবের টিলা এ ঘটনাটি ঘটে।

তবে এবিষয়ে স্থানীয়রা বলেন যে, কমলগঞ্জে এমন ঘটনা আগে কখনো ঘটেনি,এখন হচ্ছে। আইন শৃঙ্খলা চরম অবনতি বলে দাবী করছেন তারা।

এবিষয়ে আরও জানা যায় যে, রোববার রাতে ডাকাতের কবলে পড়া একাধিক ভুক্তভোগীরা জানায় যে, রাত ১১:৩০ মিনিটের সময় গাছ ফেলে সড়ক অবরোধ করে ১৪ থেকে ১৫ জনের একটি ডাকাতদল প্রথমে এক এক করে গাড়ি থামাতে শুরু করে। এরপর ডাকাতদলের সদস্যরা মুখোশ পড়া অবস্থায় দেশীয় অস্ত্র নিয়ে আটকে পড়া সিএনজি, প্রাইভেট কার,মাইক্রোবাস, ডায়না, পিকআপ যানবাহনগুলোতে হামলা চালায়। প্রায় ১০ মিনিটে বিভিন্ন যানবাহনের যাত্রী ও চালকদের মারধোর করে হাতে থাকা দামী মুঠোফোন, নগদ টাকাসহ প্রায় ৫ লাখ টাকার মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিয়ে নিরাপদে স্থান ত্যাগ করে।

তবে অনেক যাত্রী ও চালক তাদের মালামাল না দেয়ায় তাদেরকে গামছা দিয়ে হাতে পায়ে বেধেঁ রেখেছিল বলে ব্যবসায়ী আলাহ উদ্দীন জানান। তারা আরো বলেন যে, আইন শৃঙ্খলা চরম অবনতি এমন ডাকাতি আগে কখনো হতো না।

নাম প্রকাশে অনিচ্ছুক আরেক আক্রান্ত হওয়া ব্যক্তি জানান যে, শ্রীমঙ্গল থেকে কমলগঞ্জে সিএনজি অটোতে করে ফিরছিলেন। ঘটনাস্থলে এসে হঠাৎ দেখেন কিছু যানবাহন আটকরা আছে। এর মধ্যেই মুখোশ পড়া ২ জন আমার গাড়িতে হামলা চালায়। তারা হাতে থাকা মুঠোফোন ও সঙ্গে থাকা জিনিসপত্র দিতে বলে। দা দিয়ে কুপ মারার ভয় দেখিয়ে সবকিছু নিয়ে যায়। ঘটনার খবর পেয়ে রাত প্রায় সাড়ে ১২টায় প্রথমে শ্রীমঙ্গল থানা ও পরে কমলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে গেলে ডাকাতদল তার আগেই পালিয়ে যায়। পুলিশ সড়কে রাখা গাছ কেটে সরিয়ে রাত ১টায় আটকা পড়া যানবাহন নিজ নিজ গন্তব্য পৌছে দিতে সহায়তা করে।

এঘটনায় কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়ারদৌস হাসান ডাকাতি কথা স্বীকার করে বলেন যে, ডাকাতির ঘটনায় আক্রান্তরা কোন মামলা দিতে আগ্রহী না। ফলে এ নিয়ে সঠিক তদন্ত ও করা যায় না। তারপওর এসব ঘটনা তদন্ত করে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিবে বললেন তিনি।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed