অনলাইন ডেস্ক নিউজ ::
শান্তিগজ্ঞ উপজেলার জয়কলস ইউনিয়নের নোয়াখালী বাজারে সুনামগঞ্জ ৩ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী ও যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ সাজিদুর রহমান ফারুক পথসভা করেন। আজ সোমবার ( ১৩ই ফেব্রুয়ারি) বিকেল ৫টায় উপজেলার নোয়াখালী বাজার আহমদ সুপার মার্কেটে আয়োজিত পথসভায় প্রধান অতিথির অতিথির বক্তব্য রাখেন তিনি। এতে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মুর্তজ আলী। হালিমুর রহমান আরাফের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন স্পেন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো: বদরুল কামালী, মজর আলী,জয়কলস ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল মুকিত, সাবেক ইউপি সদস্য নুর আহমেদ, আসমত আলী, ইকবাল হোসেন, যুবলীগ নেতা সাজাদ্দুর রহমান, আব্দুল গফর, ছাত্রলীগ নেতা ইমরান আহমদসহ এলাকার স্থানীয় নেতৃবৃন্দ।
পথসভায় প্রধান অতিথি যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ সাজিদুর রহমান ফারুক বলেন, শেখ হাসিনা বাংলাদেশে যে উন্নয়ন করেছে তা সত্যিই প্রশংসার দাবীদার। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার বিকল্প নেই। স্মার্ট বাংলাদেশের রুপকার জননেত্রী শেখ হাসিনার একজন কর্মী হিসেবে দীর্ঘদিন যাবৎ মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছি। ইনশাআল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রধান মন্ত্রী শেখ হাসিনা আমাকে মূল্যায়ন করবেন বলে তিনি বলেন।