1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
ইতালিতে মণিপুরী নৃত্য পরিবেশন করে কোনাল সিংহ প্রশংসিত - আলোরদেশ২৪
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ভানুগাছ বাজার পৌর বণিক সমিতির ৪র্থ সাধারণ সভা অনুষ্ঠিত কমলগঞ্জে লালন সাইঁ এর ১৩৫তম তিরোধান দিবস উদযাপন ও তাঁতবস্ত্র বুনন প্রশিক্ষণ উদ্বোধন ইতালিতে মণিপুরী নৃত্য পরিবেশন করে কোনাল সিংহ প্রশংসিত কমলগঞ্জে প্রয়াত বিএনপি নেতা খসরুর স্মরণে আলোচনা ও দোয়া কমলগঞ্জে যোগদান করলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াজ মাহমুদ কমলগঞ্জে সড়কের বেহাল অবস্থা, ভোগান্তির শেষ কোথায় কমলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫ পালিত কমলগঞ্জ জামায়াতে ইসলামীর নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত কমলগঞ্জে টাইফয়েড প্রতিরোধে সমন্বয় সভা অনুষ্ঠিত জেলাপ্রশাসক উদ্যোগে আদমপুরে গাছের চারা বিতরণ

ইতালিতে মণিপুরী নৃত্য পরিবেশন করে কোনাল সিংহ প্রশংসিত

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ৪২ বার দেখা হয়েছে

এমএ হাই
কমলগঞ্জ প্রতিনিধি ;

মণিপুরী সংস্কৃতির সবচেয়ে সমৃদ্ধ অংশ হচ্ছে মণিপুরী নৃত্য। পশ্চিমা বিশ্বের মানবতার দেশ ইতালির সেন্ট্রালে অবস্থিত পালেরমো শহরে লক্ষী নারায়ণ মন্দিরে বিষ্ণুপ্রিয়া মনিপুরী সংস্কৃতির ঐতিহ্য শ্রীকৃষ্ণের নৃত্য পরিবেশন করা হয়।

শারদীয় দূর্গা উৎসবে কোনাল সিংহ ঐতিহ্যময় মণিপুরী সাজে শ্রীকৃষ্ণের নৃত্য পরিবেশন করে ভুয়েসী প্রসংসা অর্জন করেন। মণিপুরী নৃত্যের সজ্জা, সাবলীল ছন্দ ও সৌন্দর্যে বিমোহিত হয়ে উপস্থিত দর্শক ও ভক্তবৃন্দরা অনেক মুগ্ধ হন । কবিগুরু রবিন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজরিত নন্দন বৈচিত্র্যময় নৃত্যশৈলী শ্রীকৃষ্ণের বাল্যকালের ভাবধারায় বিভিন্ন অঙ্গ -ভঙ্গিতে শিশু কোনাল সিংহ প্রদর্শিত নৃত্য সবাইকে আকৃষ্ট করেছে ।

মণিপুরী নৃত্যের বিশেষ বৈশিষ্ট্য হলো এর মার্জিত, শান্ত ও লীলায়িত ভঙ্গি, যা একে অন্যান্য ভারতীয় ধ্রুপদী নৃত্যধারা থেকে আলাদা করে। এতে শরীরের নরম ও ছন্দময় গতিবিধি, বিশেষ করে হাতের সূক্ষ্ম ভঙ্গিমা ও পায়ের হালকা পদক্ষেপ লক্ষণীয়।

এই নৃত্যে ভঙ্গিমা ও মুদ্রা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিল্পীরা নৃত্যের ভঙ্গিমার মাধ্যমে গল্প ও ভাব প্রকাশ করেন, যা নৃত্যকে করে তোলে আরও অর্থবহ ও জীবন্ত।

নৃত্য পরিবেশনের সময় মণিপুরী শিল্পীর ঐতিহ্যবাহী পোশাক পরেন, যা নৃত্যের সৌন্দর্য ও আবেদন আরও বাড়িয়ে তোলে। এই পোশাক যেমন রঙিন, তেমনি তা ঐতিহ্য ও আধ্যাত্মিকতার প্রতীকও। বাংলাদেশে মণিপুরী নৃত্য কেবল একটি শিল্প নয়, এটি একটি সংস্কৃতির বহিঃপ্রকাশ—মণিপুরী জনগোষ্ঠীর জীবনের বিশ্বাস, মূল্যবোধ ও ঐতিহ্যের ধারক।

বাংলাদেশের কমলগঞ্জের মাধবপুর ইউনিয়নের শিমুলতলা গ্রামের কৃষ্ণ কান্ত সিংহ ইতালি প্রবাসী তার বড় মেয়ে কান্তা সিনহার ছেলে কোনাল সিংহ। তিনি দীর্ঘদিন ধরে  স্বপরিবারে ইতালিতে বসবাস করেন ।  সর্বপ্রথম ইউরোপের মানবতার দেশ ইতালিতে এই অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশীসহ স্থানীয়রা  ছোট্ট শ্রীকৃষ্ণের নৃত্য দেখে সবাই আবেগে আপ্লুত হয়ে পড়েন এবং আগামীতে আরও অনুষ্ঠানে নৃত্য প্রদশর্নের অনুরোধ জানান ।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed