কমলগঞ্জ প্রতিনিধি::
বাঘবাড়ী ইয়ুথ ক্লাব(বিওয়াইসি)’র আয়োজনে এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়- এর সহযোগিতায়
ব্লক,বাটিক ও প্রিন্ট প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
মাধবপুর জোড়ামণ্ডপে দক্ষিণ মণ্ডপে ৭ দিনব্যাপী অনুষ্ঠিত প্রশিক্ষণ বৃহস্পতিবার (১৪ জানুয়ারী) সমাপ্ত করা হয়। “ব্লক ও বাটিক প্রিন্ট” বিষয়ক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর মৌলভীবাজার – উপ-পরিচালক জনাব ফরহাত নূর, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব মোঃ হাবিবুর রহমান, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জনাব পূর্ণেন্দু কুমার দত্ত, প্রশিক্ষক জনাব মিতু দেব, স্হানীয় জনপ্রতিনিধি ইউপি সদস্য রামকৃষ্ণ চাটার্জী, অবঃ শিক্ষক জনাব বসন্ত কুমার সিংহ, যুব সংগঠক জনাব উপেন্দ্র কুমার সিংহ,সংগঠনে উপদেষ্টা সঞ্জয় কুমার সিংহ। প্রশিক্ষণে অংশগ্রহণকারী ৩০জন প্রশিক্ষণার্থীর হাতে সনদপত্র তুলে দেন অতিথিরা।
ব্লক,বাটিক ও প্রিন্ট প্রশিক্ষণ আয়োজন করে নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি ও স্বাবলম্বী হতে উদ্বুদ্ধ করায় যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তারা বাঘবাড়ী ইয়ুথ ক্লাবকে ধন্যবাদ জানিয়ে এমন প্রশিক্ষণে সহযোগিতা রাখার আশ্বাস প্রদান করেন। বাঘবাড়ী ইয়ুথ ক্লাব সংগঠনে নানামুখী কার্যক্রমে ইতি পূর্বে জেলার শ্রেষ্ঠ যুব সংগঠনে গৌরব অর্জন করেছে ।