1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
বিপন্ন বনছাগল উদ্ধার, কমলগঞ্জের রাজকান্দি রিজার্ভ ফরেস্টে অবমুক্ত করা হবে - আলোরদেশ২৪
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে সাংবাদিকদের সাথে বিএনপির মনোনীত প্রার্থী মুজিবুর রহমানের মতবিনিময় ঢাকা-সিলেট রেলপথের আধুনিকায়নসহ ৮ দফা দাবিতে আপ বাংলাদেশ কমলগঞ্জের মানববন্ধন শ্রীমঙ্গল থেকে অপহৃত কিশোরী উদ্ধার ভিকটিমের খালাসহ গ্রেপ্তার ২ কমলগঞ্জে ভানুগাছ বাজার পৌর বণিক সমিতির ৪র্থ সাধারণ সভা অনুষ্ঠিত কমলগঞ্জে লালন সাইঁ এর ১৩৫তম তিরোধান দিবস উদযাপন ও তাঁতবস্ত্র বুনন প্রশিক্ষণ উদ্বোধন ইতালিতে মণিপুরী নৃত্য পরিবেশন করে কোনাল সিংহ প্রশংসিত কমলগঞ্জে প্রয়াত বিএনপি নেতা খসরুর স্মরণে আলোচনা ও দোয়া কমলগঞ্জে যোগদান করলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াজ মাহমুদ কমলগঞ্জে সড়কের বেহাল অবস্থা, ভোগান্তির শেষ কোথায় কমলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫ পালিত

বিপন্ন বনছাগল উদ্ধার, কমলগঞ্জের রাজকান্দি রিজার্ভ ফরেস্টে অবমুক্ত করা হবে

  • প্রকাশিত : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ২৫৮ বার দেখা হয়েছে

কমলগঞ্জ প্রতিনিধি::

কমলগঞ্জে আম্বিয়া কিন্ডারগার্টেন এর ফলাফল প্রকাশ ও অভিভাবক দিবস পাললন

সিলেট বন বিভাগের সুনামগঞ্জ রেঞ্জাধীন শক্তিয়ারখলা বিটের ঢুলারা বিজিবি ক্যাম্প এলাকা থেকে এক বিরল প্রজাতির একটি বনছাগল (রেড সেরো) লম্বায় ৪ ফুট, উচ্চতা ৩.৫ ফুট প্রানীটি স্থানীদের সহযোগীতায় উদ্ধার করেছে বন বিভাগ। রেঞ্জকর্মকর্তা সুনামগঞ্জ ও বিট কর্মকর্তা শক্তিয়ারখোলা এটিকে উদ্ধার করে মিনি ট্রাকযোগে সিলেট বন বিভাগের বিভাগীয় কার্যালয়ে রাতে পাঠানো হয়। সেখান থেকে মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া রেসকিউ সেন্টারে হস্তান্তর করা হয়েছে।

আজ (২৭শে ডিসেম্বর) বুধবার গভীর রাতে কমলগঞ্জের রাজকান্দি রিজার্ভ ফরেস্টের ছেড়ে দেওয়া হবে বলে জানায় মৌলভীবাজার বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ।

বন্যপ্রাণী বিশেষজ্ঞদের মতে, উদ্ধারকৃত ছাগলটি ‘আন্তর্জাতিক প্রকৃতি ওপ্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ (আইইউসিএন)-এ বিশ্বে বিপন্ন প্রজাতির প্রাণী হিসেবে তালিকাভুক্ত। এ প্রজাতির বনছাগল দেশে বিরল।

পুরুষ সেরো প্রায় ১২০ কেজি পর্যন্ত হতে পারে। ২০১৫ সালে আইইউসিএন বাংলাদেশের মূল্যায়ণ অনুযায়ী সেরো বাংলাদেশে বিপন্ন, বিশ্বব্যাপী সংকটাপন্ন। বাংলাদেশে দুই ধরনের সেরো থাকতে পারে, লাল সেরো আর ইন্দো–চায়নিজ সেরো। তবে এ নিয়ে আরও গবেষণা প্রয়োজন।

এবিষয়ে মৌলভীবাজারের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা মির্জা মেহেদী সরোয়ার জানান যে, স্থানীয় বন বিভাগের সবাই আমাকে প্রথমে জানায়। আমি তাদের বলি ছবি তুলে দেন। তারা ছবি তুলে দেওয়ার পর আমি মোটামুটি কনফার্ম হই এটা বিপন্ন প্রজাতির প্রাণী বনছাগল হবে। তারপরও আরও একটু কনফার্ম হওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মুনতাসির আকাশ ভাইয়ের সাথে যোগাযোগ করলে তিনি আমায় জানান এটা এ বিশ্বে বিপন্ন প্রজাতির প্রাণী হিসেবে তালিকাভুক্ত। এ প্রজাতির বনছাগল দেশে বিরল। তবে প্রথমে সবাই আমায় বলেছিল এটি হরিণের বাচ্চা।

এবিষয়ে মির্জা মেহেদী সরোয়ার আরও জানান যে, উদ্ধার হওয়া বনছাগল ছানাটি রেড সেরো। বাসস্থানের ক্ষতি এবং শিকারের জন্যে এ প্রজাতির বনছাগলের অস্তিত্ব পুরো পৃথিবীতে হুমকির মুখে। এ বনছাগলগুলো মুলত সন্ধ্যায় ও ভোরে খেতে বের হয়। দিনে লুকিয়ে থাকে, এদের দেখা বা কোনো ভাবে সম্ভব না। বাংলাদেশে অত্যন্ত বিপন্ন ও দুর্লভ প্রাণী।

এদিকে শ্রীমঙ্গল বন্যপ্রাণী ওয়াইল্ডলাইফ রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম জানান যে, প্রাণীটা আমরা অনেক খাবার দিয়েছিলাম। কিন্তু সে পানিছাড়া অন্য কিছু খায়নি। তাই যত দ্রুত সময়ের ভিতরে এটা আমরা অবমুক্ত করবো। সেসময় আমাদের সাথে বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা, এসিএফ ও স্ট্যান্ড ফর আওয়ার এন্ডেঞ্জার্ড ওয়াইল্ডলাইফ (সিউ) টিম সাথে থাকবে।

এবিষয়ে মৌলভীবাজার বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কমকতা ড. জাহাঙ্গীর আলম, জানান যে, উদ্ধার হওয়া বনছাগলটি গতকাল মঙ্গলবার রাতে কমলগঞ্জের লাউয়াছড়া রেসকিউ সেন্টারে রাখা হয়। সেখানে রেখে আমাদের তত্ত্বাবধানে বনছাগলটি সুস্থ ও ভালো আছে কি না সেটা দেখলাম। প্রানীটা সুস্থ আছে। যতদূর দেখলাম আমাদের কাছে রাখলে তার সমস্যা হবে তাই গভীর রাতে কমলগঞ্জের রাজকান্দি রিজার্ভ ফরেস্টের ছেড়ে দেওয়া হবে।

এবিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মুনতাসির আকাশ বলেন, আমাদের মৌলভীবাজারের কমলগঞ্জে রাজকান্দি রিজার্ভ ফরেস্টে বনছাগলের চমৎকার বুনো পরিবেশ আছে। গত কয়েক বছর আগে আমরা গবেষণার জন্য ক্যামেরা লাগিয়ে ছিলাম, সেময় বাচ্চাসহ ছবি পেয়েছি। এটাকে বুধবার রাতে সেখানেই ছেড়ে দেওয়া হবে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed