শামীম আহমেদ তালুকদার, স্টাফ রিপোর্টার।কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড রামপাশা গ্রামের তরফদার বাড়ীর কৃতি সন্তান বীরমুক্তিযোদ্ধা মরহুম আব্দুল গনি তরফদার এর মৃত্যুতে যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব সিরাজুল ইসলাম চৌধুরী গভীর ভাবে শোকাহত। তিনি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, মরহুম মুক্তিযোদ্ধা আব্দুল গনি তরফদার ছিলেন আমাদের পরিবারের একজন সদস্যের মত। তিনি আমাদের পরিবারের সদস্যও বটে। আমি তাকে খুবই সম্মান করতাম, শ্রদ্ধা করতাম। তিনিও আমাকে আদর করতেন, স্নেহ করতেন। তিনি ছিলেন মুক্তিযোদ্ধের একজন অন্যতম সংগঠক। দেশ ও জাতির কল্যাণে তিনি অনেক কাজ করে গেছেন। তিনি ছিলেন একজন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় ভাবধারার ব্যক্তিত্ব। পরিশেষে, আমি তাঁহার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহ পাক তাঁকে যেন জান্নাতের উচ্চ স্থান দান করেন।