মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ১নং রহিমপুর ইউনিয়নের কম্বল বিতরণ
আমিনুল ইসলাম (হিমেল)
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
মুজিব শতবর্ষ উপলক্ষে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলা ১নং রহিমপুর ইউনিয়নের গরীব, অসহায় ও দুস্থদের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রান তহবিল হইতে প্রাপ্ত শীতবস্ত্র/কম্বল বিতরন করা হয়।
১নং রহিমপুর ইউনিয়নের চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল এর সভাপতিত্বে শামিম ওসমানের সঞ্চালনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ, অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ড. মো. আব্দুস শহীদ এমপি।
এসময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশেকুল হক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, থানা ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মো. আরিফুল রহমান, বি আর ডিবি সাবেক চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল, মোঃ আসাদুজ্জামান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা
প্রমুখ। এছাড়াও ইউনিয়নের সদস্য ও সদস্যা সাংবাদিক, স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।