1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
মানবতার শ্রেষ্ঠ দান স্বেচ্ছাসেবী সংগঠন এর উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত। - আলোরদেশ২৪

মানবতার শ্রেষ্ঠ দান স্বেচ্ছাসেবী সংগঠন এর উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত।

  • প্রকাশিত : শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০
  • ৮৮০ বার দেখা হয়েছে

ই.আ.রাজু মৌলভীবাজার জেলা প্রতিনিধি।।

“যদি হই রক্তদাতা, জয় করবো মানবতা_মানবতার কল্যাণে এগিয়ে আসুন রক্ত দানে”
মানবতার শ্রেষ্ঠ দান স্বেচ্ছাসেবী সংগঠন মৌলভীবাজার এর উদ্যোগে আজ ১৮ই ডিসেম্বর (শুক্রবার) সকালে সদর উপজেলার মৌলভীবাজার পৌর এলাকার ৯নং ওয়ার্ডের পূর্ব হিলালপুর গ্রামে কর্মসূচির উদ্বোধন করা হয়। সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ক্যাম্পেইন অব্যাহত থাকে।

অনুষ্ঠানের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র সংগঠনের উপদেষ্টা, মিনু থিয়েটার মৌলভীবাজার এর প্রতিষ্ঠাতা সভাপতি সাইফুল ইসলাম সোহেল, ছাত্রনেতা সুমন আহমেদ, শিবলু আহমেদ, তানভীর হোসেন আনোয়ার, ক্ষুণে বিজ্ঞানী সাংবাদিক এস.এম কিবরিয়া।

এছাড়াও সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ জুবায়ের আহমেদ, মাহমুদ হোসেন, রাইসুল ইসলাম ইমামুল, মোঃ মোছাব্বির রহমান, মাজহারুল ইসলাম, মাহমুদা আক্তার মুন্নী, শেখ আফসানা মেমি, প্রিয়াংকা শেখ এমি, জাবেদ আহমেদ, সৈয়দ তপু, সৈয়দ পাপ্পু, মনি শংকর, আফজাল আহমেদ প্রমুখ।
ক্যাম্পেইনে অত্র এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার ২০০ জন নারী-পুরুষের ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

-ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনে সহযোগিতা করেন বিসমিল্লাহ মেডি এইড ডায়াগনস্টিক সেন্টার শ্রীমঙ্গল রোড মৌলভীবাজার।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed