রাসেল আহমদ গোলাপগঞ্জ প্রতিনিধি।।
গোলাপগঞ্জের কুড়া নদীতে এক যুবকের বড়ঁশিতে ৬শ গ্রাম ওজনের একটা মাছ ধরা পরেছে।
শনিবার (১৯ ডিসেম্বর) বিকেলে উপজেলার ঢাকাদক্ষিন ইউনিয়নের নগরস্থ কুড়া নদীতে এ মাছ ধরা পরে।
জানা যায়, এর আগে গতকাল শুক্রবার বিকেলে ঢাকাদক্ষিনের সুরুজ আলীর বাঁশিতে একটি মাছ আটকা পরে। গতকাল সারা চেষ্টা করেও তিনি মাছটি উঠাতে পারেনি।
এ খবর উপজেলায় ছড়িয়ে পরলে আজ শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত মাছটি দেখতে হাজারো মানুষের ঢল নামে। অনেক ডুবুরিরাও জানিয়েছে এটি বিশাল আকারের একটা মাছ। কিন্তু শেষ পর্যন্ত জানা যায় প্রায় ৬শ গ্রাম ওজনের মাছ ছিল এটি।
সুরুজ আলী সকল মানুষের কাছে দুঃখ প্রকাশ করে বলেন, গতকাল থেকে মাছটি যেভাবে পানির নিচে খেলা করছিল ধারণা হচ্ছিল সেটা অনেক বড় মাছ। আপনারা সবাই দূর দূরান্ত থেকে মাছটি দেখার জন্য কষ্ট করে এসেছেন। এজন্য আমি আপনাদের কাছে দুঃখ প্রকাশ করতেছি।