1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
কমলগঞ্জে ৪ মেয়র প্রার্থীসহ ৪৬ জনের মনোনয়ন - আলোরদেশ২৪

কমলগঞ্জে ৪ মেয়র প্রার্থীসহ ৪৬ জনের মনোনয়ন

  • প্রকাশিত : রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০
  • ৭৮৪ বার দেখা হয়েছে

কমলগঞ্জ প্রতিনিধি।।
মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভা আসন্ন নির্বাচনে বর্তমান মেয়রসহ ৪ মেয়র প্রার্থীসহ ৪৬ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। রোববার কমলগঞ্জ পৌরসভা নির্বাচনের মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন বিকাল ৫ পর্যন্ত প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র দাখিল করেন।

মেয়র পদে মনোনয়ন পত্র দাখিল করেন আওয়ামী লীগের মনোনীত দলীয় প্রার্থী বর্তমান মেয়র উপজেলা যুবলীগের আহবায়ক মো. জুয়েল আহমদ, বিএনপি মনোনীত প্রার্থী উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আবুল হোসেন, স্বতন্ত্র প্রার্থী জেলা যুবলীগের সহ সভাপতি বর্তমান কাউন্সিলর আনোয়ার হোসেন ও উপজেলা শ্রমিক লীগের সভাপতি হেলাল মিয়া। এছাড়া পৌরসভার ৯ টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৩১ জন ও সংরক্ষিত


মহিলা কাউন্সিলর পদে ১১ জন মনোনয়ন দাখিল করেন। রোববার উৎসব মুখর পরিবেশে কঠোর নিরাপত্তার মধ্যে নির্বাচনী আচরণ বিধি মেনে মেয়র,কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলররা মনোনয়ন পত্র জমা করেন। এসময় জেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা রিটানিং কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন, কমলগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটানিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম তালুকদার উপস্থিত ছিলেন।


সহকারী রিটানিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম তালুকদার জানান, মেয়র পদে ৪ জন, কাউন্সিলর পদে ৩২ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১ জন সহ ৪৭ জন প্রার্থী মনোনয়ন ক্রয় করলেও একজন কাউন্সিলর প্রার্থী তার মনোনয়ন পত্র দাখিল না করায় ৪ জন মেয়রসহ ৪৬ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন। প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই ২২ ডিসেম্বর, প্রত্যাহার ২৯ ডিসেম্বর ও প্রতীক বরাদ্ধ ৩০ ডিসেম্বর। দ্বিতীয় ধাপে আগামী ১৬ জানুয়ারী কমলগঞ্জ পৌর নির্বাচন অনুষ্ঠিত হবে। কমলগঞ্জ পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১৩ হাজার ৯০৫ জন।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed