কামরুল আশিকী বিশ্বনাথ সিলেট প্রতিনিধি।।
নিহতরা হলেন-সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের দৌলতপুরগ্রামের কুতুবউদ্দিনের ছেলে তাহের আহমেদ (২৮) ও লালাবাজারের বিবিদইল গ্রামের মাসুম আহমেদ (৩০)। এ ঘটনায় দক্ষিণ সুরমার বিবিদইল গ্রামের আব্দুস সালাম (৩০) নামে একজন গুরুতর আহত হয়েছেন।
আজ রোববার (২০শে ডিসেম্বর) দুপুর প্রায়২টায় রশিদপুরবাজারে এ ঘটনা ঘটে। প্রত্যেক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেসের একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষের ঘটনা ঘটে। এসময় মোটরসাইকলে থাকা ৩ আরোহী গুরুত্বর আহত হয়েছেন।
পরে তাদেরকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার বিএম আশরাফ উল্যাহ দুুর্ঘটনার বিষয়টি নিশ্চত করে সাংবাদিকদের বলেন, বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষের ঘটনায় মেডিকেল নিয়ে আসার পথে ২ জন মারা যান ও একজন গুরুতর আহত অবস্থায় মেডিকেলে ভর্তি করা হয়েছে।