ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি।।
সিলেটে আগত ওলিকুল শিরমণি হযরত শাহজালাল মোজাররদ এ্যামনি (রহঃ) সঙ্গী ও ৩৬০ আউয়ালিয়ার অন্যতম পথের দিশারী ফেঞ্চুগঞ্জে হযরত শাহ্ মালুম (রঃ) মাজার শরীফে এবার পবিত্র ওরস মোবারক অনুষ্ঠিত হচ্ছে না। আগামী ২, ৩ ও ৪ জানুয়ারি বার্ষিক পবিত্র ওরশ মোবারক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, যা চিরাচরিত প্রথা অনুযায়ী যুগ যুগ ধরে চলে আসছে। কিন্তু কোভিড-১৯ এর কারণে এবার পবিত্র ওরশ মোবারক উদযাপন হবে না।
দরগাই-ই হজরত শাহ মালুম (রহ.) মাজার শরীফের কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছেন।
অপর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মহামারী করোনার সংক্রমণের দ্বিতীয় ধাপের কারণে সামাজিক দূরত্ব বজায়ের ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে। তারপরও প্রতিদিন সংক্রমণের হার বাড়ছে। এ অবস্থায় ওরশ মোবারক আয়োজন করা কঠিন।
পাশপাশি ভক্ত ও আশেকানদের দরবার শরীফে একত্রিত না হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। নিজ নিজ অবস্থান থেকে দোয়ার মাধ্যমে পবিত্র ওরশ মোবারকে শরিক হওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।