রবিউল ইসলাম বাবু
ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্প -২(জাইকা)
Planning discussion meeting and public hearing.
পরিকল্পনা পর্যালোচনা সভা ও গণ শুনানি সভা অনুষ্ঠিত হলো দিনাজপুর জেলার খানসামা উপজেলার কাচিনীয়া বাজারে আজ মঙ্গলবার সকাল ১১ঘটিকায়, তাং-০৫-০১-২০২১ইং,কাচিনীয়া বাজার বেলান খাল পানি ব্যবস্হাপনা সমবায় সমিতি লিঃ এর সদস্যদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতি মোঃ শফিকুল ইসলাম চেয়ারম্যান জানান যে, বেলান খাল খননের পরে সমিতির সদস্য গণ এখান থেকে অনেক সুবিধা ভোগ করতে পারবে, খালটি খননের পাশাপাশি একটি রাবার-ড্রাম নির্মাণ করা হবে, এই খালে প্রায় ১৪-১৫ ফিট পানি থাকবে, এখানে মাছ চাষ, হাঁস চাষ, কৃষি জমিতে সেচ সহ পাড়ে বিভিন্ন গাছপালা লাগানো ও সবজি চাষ করা যাবে, খালটি ২৫মিটার চওড়া ও ৯ কিঃ মিঃ দৈর্ঘ্য পর্যন্ত খনন করা হবে, পাড় হবে ১০০ ফিট চওড়া। কাচিনীয়া বাজার বেলান খাল পানি ব্যবস্হাপনা সমবায় সমিতিতে ২৫ লক্ষ -৩৫ লক্ষ টাকা ব্যয়ে একটি অফিস ঘড় নির্মাণ করা হবে।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জনাব,শফিকুল ইসলাম চেয়ারম্যান, ৫নং ভাবকী ইউনিয়ন পরিষদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাইকা প্রকল্পের টিম লিডার মোঃ মশিউর রহমান, জাইকা প্রকল্পের কিউসি,ডেপকো কনসালটেন্ট মাহাবুর রহমান, জাইকা প্রকল্পের এসিস্ট্যান্ট ইন্জিনিয়ার মোঃ ফাইজুল কবীর, এল জি ইডি দিনাজপুর,মোঃ দেলোয়ার হোসেন সম্পাদক পানি ব্যবস্হাপনা সমবায় সমিতি লিঃ,মোঃ ফারুক হোসেন, মোঃ সাজু আহমেদ।