বিশেষ প্রতিনিধি।।
আজ বুধবার ৬ই জানুয়ারি ২০২১ খ্রিস্টাব্দ মৌলভীবাজার জেলা সদরে মোবাইল কোর্ট পরিচালনা করে নকল, অনুমোদনহীন, মেয়াদ উত্তীর্ণ ও মেয়াদকাল পরিবর্তিত পণ্য বিক্রির অপরাধে চার প্রতিষ্ঠানকে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮ ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় মোট ৮৫,০০০/- টাকা অর্থদন্ড প্রদান ও আদায় করা হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব সানজিদা রহমান, জনাব মোঃ আরিফুল ইসলাম ও জনাব মোঃ রফিকুল ইসলাম।