স্টাফ রিপোর্টার।।
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার টু মৌলভীবাজার সিএনজি (CNG) চালিত অটো রিকশা (থ্রি হুইলার) অতিরিক্ত ভাড়া আদায়ে ও যাত্রীদের ভূগান্তির সীমা নেই। যাত্রীরা যেন গাড়ির( সিএনজি) ড্রাইভারদের কাছে জিম্মি। এসব বিষয় প্রশাসন ও জনপ্রতিনিধি রাও নিশ্চুপ আছেন – কিন্তু কেন ?
করোনা ভাইরাস এর সময় করোনা কালিন সময়ের কথা বিবেচনা করে অতিরিক্ত ভাড়া নেয়া হতো – সেই সময় ৫ জন যাত্রীর জায়গাতে ৩ জন যাত্রী নিয়ে গাড়ি ছাড়ত ।
এখন ৫ জন নিয়েই সেই আগের মতো অতিরিক্ত ভাড়া নিচ্ছেন সি এন জি ড্রাইভারা ।
সি এন জি সমিতির দায়িত্বশীল কথা বলতে চাইলে তারা বলে তাদের গ্রুপের সভাপতি/ সম্পাদক আছে তাদের সাথে যোগাযোগ করতে চাইলে মোবাইল ফোন পাওয়া যায়নি। তবে আমাদের দাবি তারা যেনো নিজেরা
এর সঠিক ভাড়া নির্ধারণ করেন।
মনে রাখবেন জনগন কে জিম্মি করে টাকা নিয়ে আবার সেই টাকা কিন্তু আপনিও অন্যকে দিয়ে আপনার অনেক কাজে ব্যবহার করতে হবে।