রবিউল ইসলাম বাবু
দিনাজপুর জেলা প্রতিনিধি
দিনাজপুর জেলার খানসামা উপজেলার ভাবকী ইউনিয়ন এর গুলিয়ারা গ্রামের ঘোন পাড়ায়, দেবনাথ রায়ের ১১ বছরের শিশু ডালিম রায় গলায় গামছা লাগিয়ে আত্মহত্যা করেছে আজ সকাল ৭-৩০ মিনিটে ০৯ -০১-২০২১ ইং রোজ শনিবার।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দেবনাথ রায়ের ১১ বছরের ছেলে ডালিম রায় সকাল ৭-৩০ মিনিটে প্রচন্ড কুয়াশায় বাড়ি হতে বের হয়ে বাড়ির দক্ষিণ দিকে যায় এবং দেবতার আছরে পড়ে কাপড় শুকানো টারে গামছা পেচিয়ে গলায় ফাঁষ লাগিয়ে আত্মহত্যা করার চেষ্টা করে,
এমতো অবস্থায় সেখানে ছেলের বড় আব্বা খনিজ রায় উপস্থিত হয়ে চিৎকার চেচামেচি শুরু করিলে স্হানীয় লোকজন উপস্থিত হন,তৎক্ষনাৎ ছেলেটিকে ঘটনা স্হল হতে ডাক্তার এর চেম্বারে নিয়ে যাওয়া হয়,ছেলেটি কে পরিক্ষা করার পর ডাক্তার মেহের আলী মৃত বলে ঘোষণা করেন। ছেলের এই মর্মান্তিক ঘটনা দেখে ছেলের বাবা দেবনাথ রায় জ্ঞান হারিয়ে ফেলেন,এবং ছেলের মায়ের আকুতি ও বুক ভরা কান্নায় আকাশ বাতাস যেন একেবারে নিস্তব্ধ।
এই বিষয়ে খানসামা থানায় এফ আই আর দায়ের করা হলে,তদন্ত ওসি ঘটনা স্হলে উপস্থিত হয়ে ঘটনার সত্যতা যাচাই করেন,দেবতার আছরে ছেলেটির মৃত্যু হয়েছে বলে স্হানীয় লোকজন সকলেই জবানবন্দি দিয়ে লাশ সৎকারের দাবি জানান,ঘটনার সত্যতা পাওয়ায় তদন্ত ওসি মহোদয় লাশ সৎকার এর অনুমতি প্রদান করেন।