1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
প্রধানমন্ত্রীর উপহার পেলেন ৬০ গৃহহীন পরিবার - আলোরদেশ২৪

প্রধানমন্ত্রীর উপহার পেলেন ৬০ গৃহহীন পরিবার

  • প্রকাশিত : শনিবার, ২৩ জানুয়ারী, ২০২১
  • ৬৭৯ বার দেখা হয়েছে

কমলগঞ্জ প্রতিনিধি।। মৌলভীবাজারের কমলগঞ্জে মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে, ৮৫টি ঘরের শুভ উদ্বোধন করা হয়।

আজ শনিবার (২৩শে জানুয়ারী) মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সকালে মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কর্মসূচির আওতায় শুভ উদ্বোধন করার পর কমলগঞ্জে আশ্রয়ন প্রকল্পের-২ এর আওতায় প্রথম ধাপে ৬০টি পরিবারকে ঘরের চাবি ও জমির দলিল তুলে দেন আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক চীপ হুইপ অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি।

কমলগঞ্জ উপজেলা প্রসাশনের আয়োজনে ও অতিরিক্ত জেলা প্রশাসক মল্লিকা দের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক মোঃ রফিকুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশেকুল হক, সহকারি কমিশনার (ভূমি) নাসরিন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব, মোঃ আছলম ইকবাল মিলন, সহসভাপতি ফজলুল হক বাদশা, কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমদ, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুর রহমান, কমলগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মোছাঃ বিলকিস বেগম, উপজেলা দুর্নীতি প্রতিরোধে কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল সহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও উপকারভোগি পরিবারবর্গরা।

প্রধান অতিথির বক্তব্যে উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ এমপি বলেন যে, সারাদেশে একযোগে এত ভূমিহীন ও গৃহহীন মানুষকে জমি ও ঘর করে দেওয়ার ঘটনা বিশ্বে এটিই প্রথম। জাতির পিতার জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের ঐতিহাসিক উপলক্ষ্যকে সামনে রেখে সরকার ঘোষণা করে ‘মুজিববর্ষ’। এই মুজিববর্ষেই দেশের গৃহহীন মানুষদের জন্য আশ্রয়ের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন শেখ হাসিনা। সে অনুযায়ী প্রকল্প হাতে নেয় সরকার। ক্রমান্বয়ে তালিকানুযায়ী সবাইকে জমি ও ঘর দেওয়া হবে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed