শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি।।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলা পর্যায়ে উদ্বোধন করা হয়েছে করোনা ভাইরাসের প্রতিরোধক টিকাদান কর্মসূচি।
আজ ৭ই জানুয়ী রোববার সকাল ১১ঘটিকার সময় শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভাইরাসের টিকা নিয়ে উপজেলা পর্যায়ে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি।
এসময় বাংলাদেশ চা গবেষণা কেন্দ্র (বিটিআরআই) এর পরিচালক ড. মোহাম্মদ আলী, সিলেট বিভাগের সাবেক স্বাস্থ্য পরিচালক ড. হরিপদ রায়সহ প্রায় ২০০ জন করোনা ভাইরাসের টিকা নেন।
এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাজ্জাদ হোসেন চৌধুরী, শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুছ ছালেক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব প্রমুখ।
পরে এসে কমলগঞ্জে করোনাভাইরাসে ভ্যাকসিন টিকা দান কর্মসূচীর শুভ উদ্বোধন করেন।